রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব যাজকদের পালকীয় সেবার আনন্দপূর্ণ সহভাগিতা

শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব যাজকদের সমাবেশ

বোর্ণী শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব যাজকদের সমাবেশ । আর এই সমাবেশের মূলসুর ছিলো দায়িত্বপ্রাপ্ত সেবকের আনন্দপূর্ণ সহভাগিতা ।

রাজশাহী ধর্মপদেশের আগত বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ২০ জন যাজক এই সমাবেশে অংশগ্রহণ করে। প্রথমেই পবিত্র আরাধনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।

অধিবেশেনের প্রথমেই নতুন যাজকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নতুন যাজকদের পক্ষে ফাদার সুরেশ পিউরী তার যাজকীয় জীবনের অনুভূতি প্রকাশে বলেন, আমি কৃতজ্ঞতা ভরা অন্তরে ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারন আমি তাঁর দ্রাক্ষাক্ষেত্রে যাজক হিসেবে কাজ করার জন্য যাজকাভিষেক লাভ করেছি।

ফাদার আরো বলেন, আমার যাজকীয় জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা অনেক আনন্দের। যাজক হিসেবে ঐশ জনগণের সেবা ও আধ্যাত্মিক যত্ন নিতে পেরে আমি অনেক আনন্দিত।

এই সমাবেশের মূল বিষয়ের উপর সহভাগিতা করেন ফাদার প্রেমু রোজারিও । ফাদার প্রেমু বলেন, ‘ যাজকীয় জীবন হল ঈশ্বরের একটি আহ্বান। যাজকীয় জীবনে খ্রীষ্টের সেই যাজকত্বের অংশিদার হয়ে আমরা যেন বিশ্বস্তভাবে সাক্রামেন্তীয় সেবা করতে পারি। তার জন্য ঈশ্বরের কাছে শক্তি চাই। বর্তমানে খ্রিস্টের সেবায় নিবেদিত জীবন বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যে কারণে আমাদের জীবন থেকে প্রকৃত আনন্দ, উচ্ছলতা, সক্রিয়তা লোপ পাচ্ছে, যা কোন মতেই কাম্য নয়। তাই পূণ্য পিতা আন্তরিকভাবে প্রত্যাশা করছেন যাতে আমরা নতুনভাবে চেতনা নিয়ে এ আহবান জীবনকে নিয়ে চিন্তা, ধ্যান ও অনুধ্যান করি।

এরপর যুব যাজকদের মধ্য থেকে কয়েকজন ফাদার নিজেদের জীবনে পালকীয় কাজের আনন্দ, কষ্ট ও চ্যালেঞ্জ সহভাগিতা করেন। যুব-যাজকদের মডারেটর ফাদার ইম্মানুয়েল বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ, কারণ মণ্ডলির সেবাকাজের জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেছেন। তিনি চান আমরা যেন সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করে প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করি। যে মহান দায়িত্ব গ্রহণ করেছি তা যেন পবিত্র মন-অন্তর নিয়ে করতে পারি।’ বর্তমান বাস্তবতার বিভিন্ন অবস্থা ও পরিস্থিতে আমরা যেন তোমার পবিত্র আত্মার শক্তি ও অনুগ্রহ নিয়ে সেবাকাজের দায়িত্ব পালন করতে পারি।

শেষে যুবযাজকদের সভাপতি ফাদার প্রদীপ কস্তা এই প্রোগ্রামে অংশগ্রহণকারী ফাদারদের ধন্যবাদ জ্ঞাপন করার মধ্য দিয়ে প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা করেন।- ফাদার  বাবলু কোড়াইয়া

Add new comment

4 + 2 =