ঢাকা মহাধর্মপ্রদেশের সোনাবাজু উপধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো উপাসনা বিষয়ক সেমিনার

ঢাকা মহাধর্মপ্রদেশের সোনাবাজু উপধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী উপাসনা বিষয়ক সেমিনার

গত ১৮ জুন ২০২১ খ্রিস্টাব্দে, ঢাকা মহাধর্মপ্রদেশের সোনাবাজু উপধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী উপাসনা বিষয়ক সেমিনার । এই সেমিনারের মূল বিষয় ছিল, “সাক্রামেন্ত্র ও উপাসনায় সক্রিয় অংশগ্রহণ

সেমিনারের স্বাগত বক্তব্যে পালপুরোহিত ফাদার পঙ্কজ রড্রিক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন,  আমরা প্রায় প্রতিদিনই উপাসনায় অংশগ্রহণ করি। কিন্তু অনেক সময় উপাসনার সব কিছু বুঝিনা। না বুঝে অংশগ্রহন করায় অনেক সময় একটা অতৃপ্ততা থেকে যায়। তাই আজ ঢাকা মহাধর্মপ্রদেশের উপাসনা কমিটির আয়োজনে উপাসনা বিষয়ক সেমিনারের এই সুন্দর ব্যবস্থা করার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই।  

সেমিনারের মূল বিষয়ের উপর আলোকপাত করেন ফাদার রুবেন গমেজ। তিনি বলেন, আমরা যখন একান্তে বিশ্বাস নিয়ে খ্রীষ্টের সান্নিধ্যে বসি সেটাই উপাসনা । আমাদের খ্রীষ্টিয় জীবনের শিখর হল উপাসনা।

সাক্রামেন্ত্র হল ঈশ্বরের আশিষ বা অনুগ্রহ লাভের জন্য বাহ্যিক চিহ্ন। সাক্রামেন্ত্র ৭টি। সাক্রামেন্ত্র আমাদের নবজন্ম দান ও বুদ্ধি সাধন করে। যীশুই হলেন সকল সাক্রামেন্ত্রের আদি। যীশু নিজেই হলেন সাক্রামেন্ত্র। যাজকগণ হলেন খ্রীষ্টের দৃশ্যমান প্রতিনিধি।

তিনি বর্তমান উপাসনা বা খ্রীষ্টযাগের যে রীতি বা নিয়ম রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, খ্রীষ্টযাগের প্রধান ৩টি অংশ রয়েছে আর তা হলো, ক্ষমানুষ্ঠান, বাণী অনুষ্ঠান আর যজ্ঞানুষ্ঠান ।

ফাদার গমেজ বলেন, আমরা যখন খ্রীষ্টযাগের জন্য গির্জাঘরে প্রবেশ করি তখন থেকেই খ্রীষ্টযাগ শুরু হয়ে যায়। তাই আমরা যেন গির্জা ঘরে নিরবতা ও প্রার্থনাপূর্ণ পরিবেশ বজায় রাখি।

উপাসনার গানের বিষয়ে তিনি বলেন, আমরা যেন উপাসনায় উপযুক্ত গান ব্যবহার করি। যে গান সকলে জানে এবং গাইতে পারবে সেই ধরনের গান যেন গাওয়া হয়। আর যদি নতুন কোন গান থাকে তাহলে তা যেন উপাসনায় ব্যবহারের আগে শিখানো হয়।

“কেউ যদি নতুন কোন গান লিখে, এবং তা উপাসনায় ব্যবহার করতে চায়, তাহলে তা ব্যবহারের আগে জাতীয় উপাসনা কমিটির অনুমোদন নিতে হবে” বলেন ফাদার গমেজ।

পরিশেষে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে এই উপাসনা বিষয়ক সেমিনারের সমাপ্তি ঘোষনা করা হয়। এই সেমিনারে মোট ৭৫জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।

Add new comment

1 + 2 =