আজ থেকে পশ্চিমবঙ্গে করোনা বিধিনিষেধ দীর্ঘায়িত হচ্ছে, তৃতীয় ঢেউ সামলাতে ১০ হাজার বেড রূপান্তরিত হবে

মৃত্যু মিছিল কিছুটা কমলেও পুরোপুরি এখনও নিয়ন্ত্রণে আসেনি পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি। করোনায় দৈনিক সংক্রমণের হার এখনও সাড়ে তিন হাজারেই ঘোরা ফেরা করছে। সামান্য কিছু ছাড় দিয়েই কঠিন করোনা বিধিনিষেধ দীর্ঘায়িত হচ্ছে। আজ, বুধবার (১৬ জুন ২০১২) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যে বাড়ানো হয়েছে বিধিনিষেধের সময়সীমা। গত সোমবার (১৪ জুন ২০২১) নবান্নে করোনা বিধিনিষেধ দীর্ঘায়িত করার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পর্বে সরকারি-বেসরকারি অফিস, শপিং-মল, রেস্তরাঁ-পানশালা, পার্ক, শর্তসাপেক্ষে আংশিকভাবে খুললেও গণপরিবহণে নিষেধাজ্ঞা বহাল থাকছে। অর্থাৎ, আরও ১৫ দিন বাস-ট্রেন-ফেরি পুরোপুরি বন্ধ থাকবে। তবে স্পেশাল স্টাফ ট্রেন, রোগী পরিবহণ, বিমানবন্দর বা অন্য টার্মিনাল পয়েন্টে যাতায়াত, সংবাদমাধ্যমের মতো জরুরি কাজের জন্য ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি এবং অটো ব্যবহার করা যাবে। বাজারের সময় একঘণ্টা এবং খুচরো দোকানের খোলার মেয়াদ তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, বাস-ট্রেন চালানোর ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টি ভাবনাচিন্তা করা হয়েছিল। কিন্তু, করোনায় মৃত্যুর সংখ্যা এখনও ৮০-র কাছাকাছি থাকায় আরও এক পক্ষকাল গণপরিবহণে নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষেই মত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, মৃত্যু কিছুটা নিয়ন্ত্রণে এলে আত্মশাসন পর্বর মাঝেই বাস চালানো হতে পারে বলে খবর পাওয়া গেছে।

ওদিকে করোনার তৃতীয় ঢেউ সামলাতে তিন মাস থেকে ১২ বছরের শিশু ও কিশোর-কিশোরীদের জন্য দশ হাজার জেনারেল মহিলা বেড চিহ্নিত করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মৃদু এবং মাঝারি উপসর্গযুক্ত ওই বয়সি শিশু ও কিশোর-কিশোরীরা সেখানে ভর্তি হবে, কোভিড আক্রান্ত মহিলাদেরও সেখানে চিকিৎসা হবে। এরই পাশাপাশি মোট এস এন সি ইউ (Special Newborn Care Unit) বেডের ২০ শতাংশ বা প্রায় ৩৫০টি কোভিড বেড রাখা হবে মৃদু থেকে আশঙ্কাজনক অবস্থার কোভিড আক্রান্ত শিশুদের জন্য (শূন্য থেকে  তিন মাস)। পাশাপাশি বিভিন্ন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU) থেকে ১৩০০ বেড কোভিড আক্রান্ত আশঙ্কাজনক কিশোর-কিশোরীদের চিকিৎসার জন্য পিকুতে (Pediatric Intensive Care Unit) রূপান্তরিত করা হবে। গত সোমবার (১৪ জুন ২০২১) এক নির্দেশনামায় একথা জানিয়েছে স্বাস্থ্যভবন। প্রতিবেদন – অতনু দাস।

 

YouTube: http://youtube.com/veritasbangla

Website: https://bengali.rvasia.org

Add new comment

5 + 3 =