রকমারি অনুষ্ঠান

আসুন শুনি অনুষ্ঠান রকমারি l কলকাতার বুকে মেলার অভাব নেই l কিন্তু হঠাৎ কয়েক বছর ধরে হয়ে আসছে Poultry মেলা l কেন হচ্ছে এই মেলা? এই মেলাতে কারা আসেন? এই মেলার উদ্দেশ্য বা কি? এই Poultry শিল্প থেকে সমাজ কতটা উপকৃত হচ্ছে? এই ব্যবসাটা আসলে ঠিক কি? কতটা সুযোগ আছে কাজের এবং আয়ের এই ব্যবসায়? এই শিল্প দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলছে? এই Poultry শিল্প কি বেকারত্ব কমানোর ক্ষমতা রাখে? নিশ্চয়ই আপনাদের মনেও এই সব প্রশ্ন আসছে l বন্ধুরা, মনে এইসব প্রশ্ন নিয়ে চলে গিয়েছিলাম এবারের ৮ম কলকাতা আন্তর্জাতিক পোলট্রি মেলাতে l জেনে এলাম যা তার প্রতিবেদন এই ‘রকমারি’ অনুষ্ঠানে আজ তুলে ধরলাম l অনুষ্ঠানটি শেষ অবধি দেখলে ও শুনলে আশা করি আপনারা বেশ কিছু অজানা তথ্য জানতে পারবেন এবং একটি স্পষ্ট দিশাও পাবেন জীবিকা হিসাবে এই শিল্পকে কেন্দ্র করে l - অনুষ্ঠানটি সংযোজনে অতনু দাস l আর এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি Like, Comment ও Share করবেন আপনার Wall এ l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। ভালো ও সুস্থ থাকবেন।

Add new comment

4 + 1 =