ভারতে করোনায় মারা গেছে ৪০০ এরও বেশি ক্যাথলিক যাজক ও সিস্টার

ছবি : সংগৃহীত

ভ্যাটিকানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসে কোভিড-১৯ এর কারণে ভারতে কমপক্ষে ৪০০ জন ক্যাথলিক যাজক এবং সিস্টার মারা গিয়েছে।

চার্চ পরিচালিত ইন্ডিয়ান ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সারা ভারতবর্ষে ২০৫ জন পুরোহিত এবং ২১০ বিভিন্ন সম্প্রদায়ের সিস্টার এই পর্যন্ত মৃত্যুবরন করেছে।

এদের মধ্যে তিনজন বিশপ ও মারা গেছেন আর তারা হলেন, অবসরপ্রাপ্ত আর্চবিশপ অ্যান্টনি, বিশপ বাসিল ভুরিয়া এবং সিরো মালাবারের অবসরপ্রাপ্ত বিশপ জোসেফ।

ম্যাগাজিনের সম্পাদক ক্যাপচিন পুরোহিত সুরেশ ম্যাথিউয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, “পুরোহিত এবং সিস্টারদের মধ্যে যারা দুর্গম অঞ্চলে  কাজ করেছেন তারাই বেশী মারা গেছেন।”

পুরোহিত আরো বলেছেন, যারা মারা গিয়েছেন তাদের বেশিরভাগই জীবনের ঝুঁকি নিয়ে চার্চ এবং সমাজের মানব সেবায় কাজ করেছেন।

ফাদার ম্যাথিউ ভ্যাটিকান নিউজকে জানিয়েছেন যে, দেশটির স্বাস্থ্য খাতে অবকাঠামোগত অনেক অভাব রয়েছে তাই মৃত্যুর সংখ্যা এতো বেশী।

তবে মণ্ডলীর পক্ষ থেকে বেশিরভাগ ধর্মপ্রদেশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য তাদের সুবিধা প্রদান করেছে এবং অনেক গির্জায় করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে এবং তাদের পরিবারের জন্য খাবার ও সরবরাহ করছে।

ফাদার ম্যাথিউ বলেছেন, যদি পর্যাপ্ত ভ্যাকসিন ও বেশি পরিমাণে টিকা দেওয়ার ব্যবস্থা থাকতো তা হলে মৃত্যুর সংখ্যা ও অনেক কম হত।

Add new comment

3 + 12 =