সাধু মার্কের নতুন গির্জা আর্শীবাদ ও হর্স্তাপণ সাক্রামেন্ত প্রদান

বড়গাছি-কানুপাড়া গ্রামে নতুন গির্জা আর্শীবাদ ও হর্স্তাপণ সাক্রামেন্ত প্রদান

সুরশুনিপাড়া ধর্মপল্লীর অর্ন্তগত বড়গাছি-কানুপাড়া গ্রামে, সাধু মার্কের উৎর্সগকৃত নব নির্মিত গির্জা ঘরের শুভ উদ্বোধন ও আর্শীবাদ অনুষ্ঠান এবং হর্স্তাপণ সাক্রামেন্ত প্রদান করা হয় গত ২৪ মে ২০২১ খ্রিস্টাব্দ।

গির্জা আর্শীবাদ অনুষ্ঠানের খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন, রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। তার সর্হাপিত খ্রিস্টযাগে ১৫ জন ফাদার, ৩ জন সিস্টার, ১ জন ডিকনসহ ৪০০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।

একই দিনে ৪১ জন ছেলে-মেয়েকে হর্স্তাপণ সংস্কার প্রদান করা হয়। সান্তালি কৃষ্টিতে লোটাদাক ও নাচের মাধ্যমে বিশপ মহোদয়সহ অতিথীদের বরণ করা হয়। ফিতা কাটা ও চাবি প্রদানের মাধ্যমে গির্জার শুভ উদ্বোধন করা হয়।

খ্রিস্টযাগের উপদেশে বিশপ মহোদয় বলেন, “আমি সর্ব প্রথমেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ‘প্রপাগান্ধা ফিদেকে’, যাদের অর্থায়নে আজ আমরা এ গির্জা ঘরটি পেলাম।  গির্জা নির্মিত হয়েছে বলেই যে আমরা পরিপক্ক বা খাঁটি খ্রিস্টান হয়ে গেছি, তা কিন্তু নয় বরং এই গির্জায় প্রতিদিন আমাদের বিশ্বাসের অনুশীলনের মধ্য দিয়ে কেবল মাত্র খাঁটি- বিশ্বাসী খ্রিস্টভক্ত হয়ে উঠতে পারব। আর পবিত্রাত্মা আমাদের এ কাজে পূর্ণ সহায়তা দান করবেন।”

তিনি আরো বলেন, “আজ তোমরা যারা হর্স্তাপণ সাক্রামেন্ত গ্রহণ করবে তোমরা খ্রিস্টের সৈনিক হয়ে উঠবে। কারণ, এ সাক্রামেন্ত লাভ করার মধ্য দিয়ে তোমরা পবিত্র আত্মাকেই লাভ করবে। পবিত্র আত্মা তোমাদেরকে পাপ ও শয়তানকে পরিত্যাগ করতে সাহায্য করবেন। কেননা, পবিত্র আত্মাই তোমাদেরকে মণ্ডলির ও যিশুর কথা শুনতে শক্তি, সাহস, মনোবল যুগিয়ে দিবেন।”

এরপর ধর্মপল্লীর বর্তমান দায়িত্বপ্রাপ্ত ফাদার প্রদীপ কস্তা, গির্জাঘর নির্মাণ কাজে জড়িত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।-বরেন্দ্রদূত রির্পোটার

 

Add new comment

4 + 1 =