পবিত্র পরিবার ধর্মপল্লীতে প্রথম কমুনিয়ন ও হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান

কলিনগর ধর্মপল্লীতে পবিত্র খ্রিস্টপ্রসাদ এবং হস্তার্পণ সংস্কার প্রদান

গত ২৩ মে ২০২১ খ্রিস্টাব্দে, কলিমনগর পবিত্র পরিবার ধর্মপল্লীতে ৩৫ জন ছেলেমেয়েকে প্রথম কমুনিয়ন ও ২০ জন ছেলেমেয়েকে হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান করা হয়। 

সাক্রামেন্ত দু’টি প্রদানের পূর্বে দীর্ঘ ৩ মাস  প্রস্তুতি প্রদান ও ধর্ম শিক্ষা দেন কলিনগর ধর্মপল্লীতে কর্মরত ‘আয়ার লেডি অব সরো’ সম্প্রদায়ের সিস্টারগণ। 

খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। তার সহার্পন খ্রিস্টযাগে ধর্মপল্লীর পাল-পুরোহিতসহ আরো ৪ জন ফাদার ৩ জন সিস্টার এবং প্রায় দুই শতাধিক খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

খ্রিস্টযাগের উপদেশে বিশপ মহোদয় প্রথম কমুনিয়ন গ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে তার উপদেশে বলেন, “খ্রিস্টপ্রসাদ হলো খ্রিস্টের দেহ বা শরীর। যা যিশু নিজেই আমাদেরকে দান করেছেন। তোমরা যারা আজ প্রথম কমুনিয়ন গ্রহণ করবে। তোমরা এই পবিত্র কমুনিয়ন বা খ্রিস্টপ্রসাদের মধ্য দিয়ে যিশুর দেহই গ্রহণ করবে। অর্থাৎ যিশু তোমার দেহ হয়ে উঠবে। তাই তোমাদেরকে যিশুর দেহ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের দেহকে যিশুর দেহে রূপান্তরিত করতে হবে।”

অন্যদিকে হর্স্তাপণ গ্রহণকারী ছেলেমেয়েদের উদ্দেশ্য বিশপ মহোদয় আরো বলেন, “আজ তোমরা হর্স্তাপণ সাক্রামেন্ত গ্রহণের মধ্য দিয়ে খ্রিস্টের সৈনিক হয়ে উঠবে। কারণ এ সাক্রামেন্ত লাভ করার মধ্য দিয়ে তোমরা পবিত্র আত্মাকেই লাভ করবে। পবিত্র আত্মা তোমাদেরকে পাপ ও শয়তানকে পরিত্যাগ করতে সাহায্য করবে। কেননা, পবিত্র আত্মাই তোমাদেরকে মণ্ডলির ও যিশুর কথা শুনতে শক্তি, সাহস, মনোবল যুগিয়ে দিবেন।”

পরিশেষে পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কে. রোজারিও, বিশপ মহোদয় থেকে শুরু করে সকলকে, বিশেষভাবে যারা বিভিন্নভাবে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে সহায়তা দিয়েছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে যারা প্রথম কমুনিয়ন ও হর্স্তাপণ সাক্রামেন্ত গ্রহণ করেছেন তাদের পরিবারের অভিভাবকদেরকে উৎসাহ প্রদান করে বলেন, যেন তারা তাদের সন্তানদেরকে নিয়মিতভাবে গির্জা প্রার্থনায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। - বরেন্দ্রদূত রির্পোটার

Add new comment

7 + 12 =