গত ২১ মে ২০২১ খ্রিস্টাব্দ, নবাইবটতলা ধর্মপল্লীতে রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থস্থানে অতন্ত ভক্তিপূর্ণভাবে শোভাযাত্রা সহযোগে কুমারী মারিয়ার মূর্তি নিয়ে রোজারিমালা প্রার্থনা করা হয়।
রাজশাহী ফ্যামিলি রোজারি মিনিস্ট্র এর আয়োজনে প্রায় ৩ জন যাজক ও ২ জন সিস্টার ১২০ জন খ্রীষ্টভক্ত নিয়ে এই বিশেষ প্রাথর্না অনুষ্ঠান করা হয়।
মে মাস হল কুমারী মারিয়ার মাস। আর তাই আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এই মাসে মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা ভক্তি নিবেদন ও বিশেষ উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করার আহ্বান করেন। তিনি গোটা বিশ্বে প্রায় ৩০টি তীর্থস্থানে বিশেষ উদ্দেশ্য দেন এবং মায়ের মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য প্রত্যেককে আহ্বান করেন।
পোপ মহোদয়ের সাথে একাত্ম হয়ে রাজশাহী ধর্মপ্রদেশের নবাইবটতলা ধর্মপল্লীতে রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থস্থানে বিশেষ উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করা হয়। বিশেষভাবে বর্তমান বিশ্বের করোনা মহামারীর প্রকোপতা থেকে যেন সবাই মুক্তি লাভ করতে পারে- এ বিশেষ উদ্দেশ্যে রোজারিমালা প্রার্থনা করা হয়।
রাজশাহী ফ্যামিলি রোজারি মিনিস্ট্রির পরিচালক ফাদার সুরেশ পুণ্যপিতা পোপের বিশেষ উদ্দেশ্যগুলো সর্ম্পকে সংক্ষিপ্ত সহভাগিতা করেন। তিনি বলেন, আমরা জানি রোজারিমালা প্রার্থনা আমাদের খ্রীষ্টিয় পরিবারে খুবই প্রচলিত একটি ভক্তিমূলক প্রার্থনা যার মধ্য দিয়ে আমরা কুমারী মারিয়ার কাছে সকল চাওয়া-পাওয়া নিবেদন করতে পারি। আর মা আমাদের সবার প্রার্থনাই শোনেন ও পূরণ করেন। তিনি আমাদের বিপদের সহায়তাকারিনী, দুঃখ-কষ্টে শান্তনাদায়িনী।”
আজকে আমরা মায়ের কাছে প্রার্থনা করবো যেন বর্তমান বিশ্বের কঠিন মহামারী করোনা বাস্তবতায় কুমারী মারিয়ার রক্ষাকারিনী মা আমাদের সকলকে রক্ষা করেন, সুস্থ রাখেন।
ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া বলেন, “নবাইবটতলার এই তীর্থ আমাদের প্রতেক্যের জন্য আশির্বাদের কারণ মা মারিয়া আমাদের সব সময় সাহায্য করেন বিপদ-আপদ থেকে রক্ষা করেন। বিশ্বাস করি, বর্তমান বিশ্বে মহামারী করোনা ভাইরাস এর হাত থেকেও মা মারিয়া আমাদের রক্ষা করবেন। তাই সবার প্রতি আহ্বান মায়ের প্রতি যেন আমরা আরও বিশ্বাসী হই তাঁর কাছে প্রার্থনা করি যেন ঈশ্বরের কৃপা ও আশির্বাদ আমরা মায়ের মধ্যস্থতায় লাভ করতে পারি।”
নবাইবটতলা ধর্মপল্লীর খ্রীষ্টভক্ত মিসেস স্কলাসস্টিকা বলেন, “রক্ষাকারিণী মা আমাদের সকল নিবেদন পূর্ণ করেন আমাদের সমস্ত বিপদ-আপদ থেকে রক্ষা করেন। বিশেষভাবে এই মায়ের মাসে আমরা বিশেষভাবে প্রার্থনা করি যেন তিনি আমাদের সহায় থাকেন এই কঠিন মহামারি রোগ পৃথিবী থেকে নিমূল করে দেন।”
Add new comment