কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম আর্চডাইয়োসিসের নবনিযুক্ত আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি’র অধিষ্ঠান অনুষ্ঠান

আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসিPhoto credit : Chattogram Archdiocese News Service

শনিবার, ২২ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখ সকাল  ৯টায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম আর্চডাইয়োসিসের মেট্রোপলিটান আর্চবিশপ পদে পরম শ্রদ্ধেয় লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি অধিষ্ঠান গ্রহণ করেছেন।

উল্লেখ্য, ভাটিকান সিটি হতে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু মহামান্য পোপ ফ্রান্সিস ১৯ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ তারিখে তাকে চট্টগ্রামের আর্চবিশপ পদে নিযুক্ত করেন। 

 

তিনি আর্চবিশপ নিযুক্ত হওয়ার পূর্বে ২০১৫ খ্রিস্টাব্দ থেকে বরিশাল ডাইয়োসিসের বিশপ পদে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও ২০০৯ থেকে ২০১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রাম ডাইয়োসিসের সহকারী বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন।

 

আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি ১৯৬৫ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর তারিখে বরিশাল সদরের নবগ্রাম রোড, গোলপুকুরপাড়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ খ্রিস্টাব্দে এসএসসি, ১৯৮৪ খ্রিস্টাব্দে এইচএসসি এবং ১৯৮৬ খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

 

১৯৯৪ খ্রিস্টাব্দে তিনি একজন কাথলিক যাজক পদে অভিষিক্ত হন।  ২০০০ থেকে ২০০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তৎকালীন যাজক লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি ইতালীর রোমে অবস্থিত পন্টিফিকাল গ্রেগরিয়ান ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞান, আধ্যাত্মিকতা ও কাউন্সিলিং বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ শেষে লাইসেনসিয়েট ডিগ্রী অর্জন করেন।

 

ঢাকার আর্চবিশপ ও বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট পরম শ্রদ্ধেয় বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই এবং  মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি খ্রিস্টযাগের মাধ্যমে পরম শ্রদ্ধেয় লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি’কে চট্টগ্রামের আর্চবিশপ পদে অধিষ্ঠিত করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পুণ্যপিতা পোপের প্রতিনিধি ও ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী, রাজশাহীর বিশপ জের্ভাস রোজারিও, ময়মনসিংহের বিশপ পল পনেন কুবি, সিএসসি, খুলনার বিশপ জেমস্ রমেন বৈরাগী, দিনাজপুরের বিশপ সেবাস্টিয়ান টুডু, সিলেটের মনোনীত বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ এবং ঢাকার অবসরপ্রাপ্ত সহকারী বিশপ থিয়োটনিয়াস গমেজ, সিএসসি।

 

কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে  শুধুমাত্র প্রতিনিধিগণের উপস্থিতিতে অধিষ্ঠান খ্রিস্টযাগটি অনুষ্ঠিত হয়েছে। খ্রিস্টযাগে  উপস্থিত ছিলেন ৩২ জন যাজক এবং ২৩ জন ব্রাদার ও সিস্টার এবং ৬৪ জন খ্রিস্টভক্ত। সাধারণ খ্রিস্টভক্তদের জন্য ফেইজবুক লাইভ মাধ্যমে অনলাইনে খ্রিস্টযাগ প্রচার করা হয়।

 

খ্রিষ্টযাগের মধ্যে বক্তব্য রাখেন পুণ্যপিতা পোপের প্রতিনিধি ও ভাটিকান রাষ্ট্রদূত পরম শ্রদ্ধেয় আর্চবিশপ জর্জ কোচেরী। বক্তব্যে তিনি পুণ্যপিতা পোপ ফ্রান্সিস কর্তৃক আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসিকে বরিশাল ডাইয়োসিসের প্রৈরিতিক প্রশাসক নিয়োগের ঘোষণা দান করেন।

 

এছাড়াও বক্তব্য রাখেন ঢাকার আর্চবিশপ ও বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট পরম শ্রদ্ধেয় বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই ও মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি।

 

ফাদার লেনার্ড সি. রিবেরুর ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে শেষ হয় অনাড়ম্বর অধিষ্ঠান অনুষ্ঠান।  তিনি প্রয়াত আর্চবিশপ মজেস এম. কস্তা, সিএসসি’র অকস্মাৎ মৃত্যুর পর ১৫ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ থেকে ধর্মপ্রদেশীয় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ।

 

উল্লেখ্য, বাংলাদেশের ৯টি প্রশাসনিক জেলা জুড়ে বিস্তৃত চট্টগ্রাম ডাইয়োসিস । জেলাগুলো হলো: চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। এই জেলাগুলোতে কাথলিক খ্রিস্টানদের প্যারিশ বা চার্চ আছে ১১টি এবং সাব-প্যারিশ আছে ৫টি।

 

Add new comment

7 + 3 =