Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বিশ্বকে করোনা মহামারি থেকে মুক্তির জন্য আন্তঃমান্ডলিক প্রার্থনা
বিশ্বকে করোনা মহামারি থেকে মুক্তির জন্য আন্তঃমান্ডলিক সংগঠন ইউনাইটেড ফোরাম অব চার্চ, বাংলাদেশ আয়োজিত এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় ১৭ মে ২০২১ খ্রিস্টাব্দ ।
দেশের বিভিন্ন ডিনোমিনেশনের প্রায় ৭০ জন নেতৃবৃন্দ প্রার্থনা করেন। একই সাথে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও ফিলিস্তিনির সংঘাত যেন দ্রুত সমাধান হয় তার জন্যও প্রার্থনা করা হয়।
উদ্বোধনী প্রার্থনা করেন বিশপ ড. আলবার্ট পি মৃধা। স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড ফোরাম অব চার্চ, বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ঢাকা ক্যাথলিক মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় নিসেফোরস ডি’ক্রুজ ওএমআই। পবিত্র শাস্ত্র পাঠ করেন হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা গমেজ সিএসসি এবং রেভা. মার্থা দাশ।
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি পঠিত মঙ্গল সমাচারের ওপর সহভাগিতা করেন। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের ২টা টিকা নিতে হবে আর তা হলো বিশ্বাসবোধের টিকা আর আরেকটি হলো মানবতাবোধ এর টিকা।
তিনি আরো বলেন, “প্রার্থনাই হচ্ছে একমাএ অবলম্বন এই করোনা মহামারি থেকে জয়লাভ করতে।”
এর পর বিভিন্ন উদ্দশ্য জানিয়ে প্রার্থনা করেন চার্চ অব বাংলাদেশে বরিশাল ডায়োসিসের বিশপ সৌরভ ফলিয়া, ফাদার জ্যোতি এফ কস্তা, রেভা. আশা কেইন, ড. পিটার হালদার, সিস্টার মেরী দীপ্তি এসএমআরএ, ন্যাশনাল কাউন্সিল অব চার্চ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি রেভা. ডেভিড এ. দাস।
প্রার্থনায় পৃথিবী থেকে যেন দ্রুত এই করোনা মহামারি দূর হয়, সেই সাথে এই মহামারির কারণে সৃষ্ট বেকারত্ম, দারিদ্রতা যেন কাটিয়ে উঠা যায় তার জন্য প্রার্থনা করা হয়। প্রার্থনা করা হয় করোনায় যারা মারা গেছেন তাঁদের আত্মার কল্যাণের জন্য। প্রার্থনায় অংশগ্রহণকারীগণ মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও ফিলিস্তিনির সংঘাতের কথাও ভুলেননি। তারা প্রার্থনা করেন দ্রুত যেন এই সংঘাতের অবসান হয়।
Add new comment