করোনাভাইরাসে গত চারদিনে ভারতে ১৪ জন যাজকের মৃত্যু

গত সপ্তাহে ভারতের গুজরাটে করোনায় ১৫ ঘন্টার মধ্যে ৫জন যাজক মৃত্যুবরণ করেছেন।

এরা হলেন ফাদার জেসুরাজ এস.জে, ফাদার এরউইন এস.জে, ফাদার রয়াপ্পান এস.ভি.ডি, ফাদার জন সি.এম.আই আর ফাদার পলরাজ, ধর্মপ্রদেশীয়।

গত ১৭ ই এপ্রিল গুজরাটে ৯,৫৪১ জন নতুন করোনভাইরাসের রোগী সনাক্ত হয়েছে আর এর মধ্যে পাঁচ জন পুরোহিত সহ ৯৭ জন মৃত্যুবরণ করেছে।

অন্যদিকে গত চারদিনে করোনাভাইরাসের মহামারিতে ২০ থেকে ২৩ এপ্রিলের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন প্রদেশের কমপক্ষে ১৪ জন ক্যাথলিক পুরোহিত বা ফাদার মারা গেছেন।

দেশটিতে এপ্রিল মাসে করোনায় ২০ জনের বেশি ফাদার মারা গেছেন যা বিগত কয়েক মাসে করোনায় ফাদারদের মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। ভারতে ৩০ হাজারের বেশি ক্যাথলিক পুরোহিত আছেন।

করোনায় মারা যাওয়া সর্বশেষ পরোহিত হলেন মহারাষ্ট্রের নাগপুর মহাধর্মপ্রদেশের ফাদার লিজো টমাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর।- তথ্য: সংগৃহীত

Add new comment

14 + 1 =