Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ভারতের ক্যারেলায় কূয়া থেকে সিস্টারের মর দেহ উদ্ধার
Friday, April 23, 2021
গত ১৬ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ, ভারতের ক্যারেলায় কুরিপুজায়া কূয়া থেকে একজন সিস্টারের মর দেহ উদ্ধার করেছে পুলিশ।
বিয়াল্লিশ বছর বয়সী ওই সিস্টারের নাম মেবেল যোসেফ। তিনি মারিয়া আগ্নেস ইংরেজী মাধ্যম স্কুল নামে একটি স্কুল পরিচালনা করতেন। তিনি ‘দি পায়াস ওয়ার্কারস অব সেন্ট যোসেফ’ সম্প্রদায়ের একজন সন্ন্যাসীনী।
জানা গেছে, তিনি মৃত্যুর আগে একটি সোসাইড নোট লিখে যান। সেখানে লেখা রয়েছে, ‘আমি এলার্জি রোগে প্রচণ্ড শারীরিক কষ্টের মথ্যে দিয়ে যাচ্ছি যা সহ্য করার মতো নয়। আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। আমাকে প্রার্থনায় স্মরণ রাখবেন’।
ক্যারেলায় কয়েক দশকে সিস্টার মেবেল যোসেফের মতো রহস্যজনক অবস্থায় কমপক্ষে ২০ জন ক্যাথলিক সিস্টারের মৃত্যু হয়েছে।- তথ্য: ম্যাটারস ইন্ডিয়া
Add new comment