কলকাতা আর্চডায়াসিসের অবসরপ্রাপ্ত আর্চবিশপ লুকাস সরকারে চির বিদায়

গত ১৮ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ, কলকাতা আর্চডায়াসিসের অবসরপ্রাপ্ত আর্চবিশপ লুকাস সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

বিগত কয়েক বছর ধরে তিনি অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন। উল্লেখ্য যে, প্রয়াত অবসরপ্রাপ্ত আর্চবিশপ লুকাস সরকার রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাথে বহু বছর যুক্ত ছিলেন।

আর্চ বিশপ লুকাস সরকার ২৪ শে সেপ্টেম্বর ১৯৩৬ সালে বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৬৮ সালের ২০শে এপ্রিল যাজকপদে অভিষিক্ত হন। ২২শে জুন ১৯৮৪ সালে নদীয়ার কৃষ্ণনগরের বিশপ পদে মনোনীত হন।

পরে ২২শে সেপ্টেম্বর তিনি কৃষ্ণনগরের বিশপ পদে অভিষিক্ত হন। আর ১৪ই এপ্রিল ২০০০ সালে তিনি কলকাতার সহকারী আর্চবিশপ পদে মনোনীত হন ও ২রা এপ্রিল ২০০২ সালে তিনি কলকাতা ডায়াসিসের মান্যবর আর্চ বিশপ পদে অধিষ্ঠিত হন। পরে ২৩শে ফেব্রুয়ারি ২০১২ সালে তিনি এই গুরুত্বপূর্ণ কর্মদায়িত্ব থেকে অবসরনেন।

আমরা বিশপ মহোদয়ের আত্মার চিরশান্তি কামনা করি।

Add new comment

1 + 4 =