‘বাংলাদেশে খ্রিস্টধর্ম ও খ্রিস্টমণ্ডলীর ইতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন

ফাদার আলবার্ট রোজারিওর লেখা ‘বাংলাদেশে খ্রিস্টধর্ম ও খ্রিস্টমণ্ডলীর ইতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন

গত ১২ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দে, তেজগাঁও ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ফাদার আলবার্ট টমাস রোজারিওর লেখা ‘বাংলাদেশে খ্রিস্টধর্ম ও খ্রিস্টমণ্ডলীর ইতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এই বইয়ের মোড়ক উন্মোচন করেন ঢাকার আর্চবিশপ বিজয় ডি’ক্রুজ ওএমআই এবং আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বি গমেজ, ফাদার ডমিনিক সেন্টু রোজারিও, গ্রন্থটির প্রকাশক ও খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরুসহ বেশ কয়েকজন ফাদার-সিস্টার ও খ্রিষ্টভক্ত।

এই বইটির মধ্যে বাংলাদেশে খ্রিস্টধর্ম ও খ্রিস্টমণ্ডলীর ইতিহাস সুন্দর করে তুলে ধরা হয়েছে।

বইটির বর্তমান মূল্য একশত টাকা ধরা হয়েছে। বইটি পাওয়া যাবে প্রতিবেশী প্রকাশনীতে।

Add new comment

3 + 11 =