বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকে’র চির বিদায়

বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক (ছবি: সংগৃহিত)

গত ১১ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দে, রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক।

তিনি অনেক বছর ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ২০১৬ সাল থেকে তিনি ডায়ালাইসিস করাচ্ছিলেন।

মিতা হক গত ৩১ মার্চ মাসে করোনাভাইরাস আক্রান্ত হন। এরপর তিনি নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে বাসায় চলে আসেন।

তবে এই দিকে গত শনিবার ১০ এপ্রিল তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে বাংলাদেশ স্পেশিয়ালাইজড হাসপাতালে নেওয়া হয়। এরপর আনুমানিক সকাল ৬ টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মিতা হক ১৯৬৩ সালে জন্ম গ্রহন করেন। প্রথমে তিনি তার চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সনজীদা খাতুনের কাছে গান শেখেন। পরে তিনি ১৯৭৪ সালে বার্লিন আন্তর্জাতিক যুব ফেস্টিভালে অংশ নেন। ১৯৭৬ সাল থেকে তিনি তবলা বাদক মোহাম্মদ হোসেন খানের কাছে সঙ্গীত শেখা শুরু করেন।

তবে ১৯৭৭ সাল থেকে তিনি নিয়মিত বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সঙ্গীত পরিবেশনা করেছেন। তিনি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন।

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে বাংলা একাডেমির পক্ষ্য থেকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য যে, তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন।

অন্যদিকে ২০২০ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। আমরা তার আত্নার চিরশান্তি কামনা করি।

 

Add new comment

2 + 0 =