Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
পুণ্যপিতা পোপের প্রার্থনার উদ্দেশ্য : মানব-অধিকার রক্ষা
Friday, April 09, 2021
মানব-অধিকার রক্ষা করার জন্য প্রয়োজন কর্তব্যনিষ্ঠা ও সৎসাহস। জরুরী অধিকারগুলি হচ্ছে : দারিদ্র বিমোচন, সমতা, কর্মসংস্থান, সামাজিক ও শ্রম-অধিকার।
মানবাধিকার সকল মানুষের জন্য সমান। পূর্ণ মানুষ রূপে বিকশিত হওয়ার অধিকার প্রত্যেকের। কোন রাষ্ট্র এই অধিকার লঙ্ঘন করতে পারেনা।
আসুন তাদের জন্য প্রার্থনা করি, যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী শাসক ও অসঙ্গত গণতান্ত্রিক ব্যাবস্হার মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে, তারা যেন তাদের আত্মযজ্ঞকে প্রচুর ফলদায়ী কাজ রূপে দেখতে পারে। - কার্ডিনাল প্যাট্রিক ডি'রোজারিও
Add new comment