"যীশু পুনরুত্থান করেছেন", "তিনি জীবিত"!

যীশু পুনরুত্থান করেছেন

পুনরুত্থানের আনন্দময় শুভেচ্ছাসহ আমার প্রার্থনা : প্রভু তোমাদের আশীর্বাদ করুনঃ 

বিশ্বাস দিয়ে আশীর্বাদ করুন, সন্দেহ থেকে রক্ষা করুন। 

আশা দিয়ে আশীর্বাদ করুন,  হতাশা থেকে উদ্ধার করুন। 

ভালবাসা দিয়ে আশীর্বাদ করুন,  ভয়-ভীতি থেকে রক্ষা করুন। 

নিরাময় দিয়ে আশীর্বাদ করুন, করোনার মহামারি থেকে মুক্ত রাখুন। 

শান্তি দিয়ে আশীর্বাদ করুন,  কষ্টের সময় শান্ত রাখুন। 

মানব-বন্ধন দিয়ে আশীর্বাদ করুন, সহিংসতা থেকে রক্ষা করুন। 

মানব-ভ্রাতৃত্ব দিয়ে আশীর্বাদ করুন, সব করে গড়ে তুলুন। 

দয়া দিয়ে আশীর্বাদ করুন,  ক্ষমা করতে সাহায্য করুন। 

আনন্দ দিয়ে আশীর্বাদ করুন,  দুঃখের সময় সান্ত্বনা দিন। 

তোমার হৃদয় আনন্দে উল্লসিত হোক,  কারণ যীশু পুনরুত্থান করেছেন।। 

কার্ডিনাল প্যাট্রিক ডি'রোজারিও

Add new comment

13 + 7 =