প্রবাসী শিল্পীদের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন

প্রবাসী শিল্পীদের নিয়ে প্রথম বারের মতো উদযাপিত হলো স্বাধীনতা দিবস

গত ২৬ মার্চ ২০২১ খ্রিস্টাব্দে, বিইসিসিএস এর উদ্যোগে ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী শিল্পীদের নিয়ে প্রথম বারের মতো উদযাপিত হলো স্বাধীনতা দিবস ও স্বাধীনতা দিবসের ৫০ বছরের সুবর্ণ  জয়ন্তী উৎসব

ইউটিউবের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তপন ডি’ রোজারিও ও ফারা দীবা।

বিইসিসিএস হলো ইউরোপের দেশভুক্ত প্রবাসী বাঙালিদের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বাংলা সংস্কৃতি বহির্বিশ্বে উপস্থাপন করা।

স্বাধীনতা দিবস ও স্বাধীনতা দিবসের ৫০ বছরের সুবর্ণ  জয়ন্তী উপলখ্যে বিভিন্ন ধরনের পরিবেশনায় ছিলো একক সংগীত, যৌথ সংগীত, দলীয় সঙ্গীত, নাচ ইত্যাদ্দি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন পিউস কস্তা ও সহযোগিতায় ছিলেন যেরম গমেজ, শিপন রিবেরু ও রোনাল্ড তপু রিবেরু। এ ছাড়াও বিইসিসিএস-এর কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা সহযোগিতা করে উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেন।– (তথ্য:ডিসিনিউজ)

Add new comment

12 + 0 =