Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
প্রবাসী শিল্পীদের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন
গত ২৬ মার্চ ২০২১ খ্রিস্টাব্দে, বিইসিসিএস এর উদ্যোগে ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী শিল্পীদের নিয়ে প্রথম বারের মতো উদযাপিত হলো স্বাধীনতা দিবস ও স্বাধীনতা দিবসের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব।
ইউটিউবের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তপন ডি’ রোজারিও ও ফারা দীবা।
বিইসিসিএস হলো ইউরোপের দেশভুক্ত প্রবাসী বাঙালিদের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বাংলা সংস্কৃতি বহির্বিশ্বে উপস্থাপন করা।
স্বাধীনতা দিবস ও স্বাধীনতা দিবসের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উপলখ্যে বিভিন্ন ধরনের পরিবেশনায় ছিলো একক সংগীত, যৌথ সংগীত, দলীয় সঙ্গীত, নাচ ইত্যাদ্দি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন পিউস কস্তা ও সহযোগিতায় ছিলেন যেরম গমেজ, শিপন রিবেরু ও রোনাল্ড তপু রিবেরু। এ ছাড়াও বিইসিসিএস-এর কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা সহযোগিতা করে উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেন।– (তথ্য:ডিসিনিউজ)
Add new comment