Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ
গত ২৬ মার্চ ২০২১ খ্রিস্টাব্দে, দুপুরে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এই সৌজন্য সাক্ষাৎ কালে মোদী সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে দুইদিন সফর চলাকালে প্রথম দিন দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে সাক্ষাৎ করেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাবৃন্দও তাঁকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মোদী বলেন যে, তিনি বাংলাদেশের আতিথেয়তায় খুবই মুগ্ধ। এদেশে আসতে পেরে তিনি খুব খুশি।
বাংলাদেশের ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী কয়েকজন সংখ্যালঘু নেতার সাথে মোদীর পরিচয় করিয়ে দেন। শেষে সকলে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে বড়ো গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ছবি তোলেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তিনজন অন্যতম সভাপতি যথাক্রমে ড. নিমচন্দ্র ভৌমিক, ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও; সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাশ গুপ্ত, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বৌদ্ধ ধর্মগুরু বুধিপ্রিয় মহাথের, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ প্রমুখ।– (তথ্য:ডিসিনিউজ)
Add new comment