কলেজ ও ভার্সিটি ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো আন্ত:মাণ্ডলিক তপস্যাকালীন নির্জন ধ্যান

রাজশাহী শহরে অবস্থিত কলেজ ও ভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য আন্ত:মাণ্ডলিক তপস্যাকালীন নির্জন ধ্যান

গত ১৭ মার্চ ২০২১ খ্রীষ্টাব্দে, কারিতাস রাজশাহী অঞ্চলের সভাকক্ষে রাজশাহী শহরে অবস্থিত বিভিন্ন মণ্ডলির কলেজ ও ভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য একটি আন্ত:মাণ্ডলিক তপস্যাকালীন নির্জন ধ্যান অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে অনুধ্যান সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন চার্চ অব বাংলাদেশের সিটি চার্চের পুরোহিত রেভা দানিয়েল মণ্ডল, এজি চার্চের পাস্টর লাসার মণ্ডল। কাথলিক চার্চের রেভা: ফাদার বেলিসারিও চিরো মান্তয়া ও রেভা ফাদার প্যাট্রিক গমেজ।

সভাপতি হিসেবে শুভেচ্ছা বাণী ও তপস্যাকালীন অনুধ্যান রাখেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। রাজশাহী খ্রিস্টিয় ঐক্য ও আন্ত:ধর্মীয় সংলাপ কমিশনের আহ্বায়ক ফাদার প্যাট্রিক গমেজ।

উপবাসকালের উপর অনুধ্যান রাখেন রেভা: দানিয়েল মণ্ডল। বিশপ মহোদয় যুবক-যুবতীদের জন্য উপযোগী অনুধ্যান রাখেন: উপবাসের ধরণ ও উপায়; প্রার্থনা ও যীশুর যাতনাভোগ ও মৃত্যু স্মরণ। অপব্যায়ী পুত্রের উপমা কাহিনীর উপর অভিনয়ের পর মূলসুরের উপর সংলাপের ধারায় অনুধ্যান রাখেন ফাদার চিরো।

প্রভাষক সামশন হাঁসদা যুবক-যুবতীদের আধুনিককালের শুভ ও অশুভ বাস্তবতাগুলো উল্লেখ করার পর আত্মপরীক্ষা, অনুতাপ ও ক্ষমার অনুষ্ঠান পরিচালনা করেন ফাদার প্যাট্রিক গমেজ।

নির্জন ধ্যানটি পরিচালনায় ও ব্যবস্থাপনায় ছিল রাজশাহী ধর্মপ্রদেশীয় খ্রিস্টিয় ঐক্য ও আন্ত:ধর্মীয় সংলাপ কমিশন ও চার্চ অব বাংলাদেশ। সহায়তায় ছিল কারিতাস রাজশাহী অঞ্চল ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি, রাজশাহী ক্লাস্টার। - ফাদার প্যাট্রিক গমেজ

Add new comment

16 + 3 =