করোনা মহামারিতে শিশুর মানসিক বিকাশে বাবা-মার করণীয়

অপরাধ না করেই এখন বন্দীত্বের সাজা ভোগ করছে পুরো বিশ্বের মানুষ। জেলে বন্দী না থাকলেও করোনার কারণে ঘরে বন্দী সবাই।

 

অদৃশ্য করোনাভাইরাস গ্রাস করে ফেলেছে পুরো পৃথিবীকে। বড়দের সঙ্গে সঙ্গে এর ভয়াবহতা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও।

 

একবছরের বেশি সময় ধরে বন্দি জীবন কাটাছে শিশুরা । তাই তাদের শারীরিক বিকাশ ও মানসিক বিকাশের দেখা দিচ্ছে নানা সমস্যা।

 

তাই আজকের অনুষ্ঠান থেকে জানবো শিশুদের জন্য এই সময়ে পিতামাতার করণীয় বিষয়গুলো।

Add new comment

4 + 12 =