Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম দিন
Wednesday, March 17, 2021
অজপাড়াগাঁয় জন্ম নেয়া ‘খোকা’ ডাকনামের সেই শিশুটি একসময় হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণে সেই নবজাতক পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, আমাদের বঙ্গবন্ধু।
বাংলা ও বাঙালির ইতিহাস পৃথিবীতে যত দিন থাকবে তিনি একইভাবে প্রোজ্জ্বলিত হবেন প্রতিটি মুক্তিকামী, শান্তিকামী, মানবতাবাদী বাঙালির হৃদয়ে। তাঁর জীবন দর্শন চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে- পথ দেখাবে।
গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসায় বাংলাদেশের ইতিহাস বিনির্মাণের কালজয়ী এ মহাপুরুষকে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা।
Add new comment