রুহিয়া ধর্মপল্লীর প্রার্থনা পরিচালকগণ উপহার স্বরূপ পেলেন বাই-সাইকেল

ফাতেমা রাণী ধর্মপল্লীর প্রার্থনা পরিচালকগণ উপহার স্বরূপ পেলেন বাই-সাইকেল

গত ৭ মার্চ ২০২১ খ্রিস্টাব্দে, রুহিয়া ফাতেমা রাণী ধর্মপল্লীতে প্রার্থনা পরিচালকদের হাতে উপহার স্বরূপ তুলে  দেওয়া হয় ৪৫টি বাই-সাইকেল।

দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডুর উদ্যোগে এই উপহার ধর্মপ্লীর প্রার্থনা পরিচালকদের হাতে তুলে দেওয়া হয়।

বিশপ সেবাস্টিয়ান টুড বলেন, “প্রার্থনা পরিচালকগণ অনেক কাজ করেন কিন্তু তাদেরকে আমরা সেই পরিমানে কাজের পারিশ্রমিক দিতে পারি না, তাই তাদের কাজের ফল স্বরূপ আমি এই সাইকেল দিচ্ছি। এই সাইকেল দিয়ে তারা যেন গ্রামে গিয়ে মানুষকে মানবিক, সামাজিক, নৈতীক ও স্বাস্থ্য শিক্ষা দিতে পারে।”

পাল-পুরোতিহ ফাদার আন্তনী সেন বলেন, “ধর্মপ্রদেশের বিশপ মহোদয়ের উদ্যোগে এই উপহার তাদেরকে দেওয়া হচ্ছে যেন মাস্টারগণ আরো উদ্যোগ নিয়ে তাদের পালকীয় কাজ করতে পারেন।”

কাটেখ্রিস্ট তরুনী দাস বলেন, “আমি আজ অনেক খুশি কারণ এই প্রথম আমি একটা উপহার পেয়েছি আমার কাজের জন্য। মিশন থেকে আমার বাড়ি অনেক দুরে, যাওয়া -আসা অনেক কষ্ট তবে এবার আমার জন্য এই উপহার অনেক সহায় হবে। আমি বিশপ মহোদয়কে ও ফাদার আন্তনী সেনকে অনেক ধন্যবাদ জানাই।”

ফাতেমা রাণী গির্জা প্রতিষ্ঠিত হয়েছে ১৯৫৭ সালে। এই ধর্মপল্লীতে ২টি সাব-সেন্টারসহ মোট ১০৩ টি গ্রাম রয়েছে এবং বর্তমানে ৯৭৫১ জন খ্রিস্টভক্ত রয়েছে।   

Add new comment

13 + 4 =