পরিবার জীবন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হল “বিবাহ সাপ্তাহান্ত”

রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হল ম্যারেজ এনকাউন্টার কর্মশালা

গত ২৫-২৮ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ, প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে পালিত হয় “বিবাহ সাপ্তাহান্ত” (ম্যারেজ এনকাউন্টার) কর্মশালা।

রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে ২৬ জোড়া দম্পতি এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে যারা বিবাহিত জীবনে ২-৩৫ বছরে পর্দাপন করেছেন, সে সকল দম্পতিরাই এতে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন পরিষদের আহ্বায়ক ফাদার প্রদীপ যোসেফ কস্তা।

অংশগ্রহণকারীদের মধ্যে এক জন বয়স্ক লোক বলেন, “বিবাহিত জীবনের কতটি বছরই তো পার করে আসলাম। আজ মনে হচ্ছে জানার অনেক কিছু এখানো বাকি আছে। তাই বলছি, এ প্রশিক্ষণ আমার কাছে অনেক ভাল লেগেছে। যারাই সুযোগ পায় যেন অংশগ্রহণ করেন।”

 বিবাহ সাপ্তাহান্ত কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৭ মার্চ সন্ধ্যায়। এতে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জেভার্স রোজারিও উপস্থিত ছিলেন।

তিনি তার বক্তব্যে বলেন, “আমরা হলাম দায়িত্বপ্রাপ্ত সেবক। তবে আমাদের দায়িত্ব বিভিন্ন ধরণের হতে পারে। যারা পরিবারের মানুষ, তাদের প্রধান দায়িত্ব হলো পরিবারে ভালবাসার ও যত্নের সংস্কৃতি গড়ে তোলা। এ কাজ সহজ না হলেও তা করা আমাদের পারিবারিক জীবনের মূল লক্ষ্য।”

তিনি আরো বলেন, “পরিবার হলো ভালবাসার চারণ ভূমি। তবে এ ভালবাসার জীবনে সবর্দা ত্যাগের একটা দাবি থাকে। তাই বলা যায় ত্যাগ ছাড়া ভালবাসা অর্জন করা যায় না। আর পরিবারে ছেলে-মেয়েরা পিতামাতার কাছ থেকে সে বিষয়টিই প্রত্যাশা করেন বা দেখতে চান যে; তাদের পিতামাতাগণ পারিবারিক জীবনে সুখী ও তারা হলেন ভালবাসার মানুষ।”

সবশেষে ফাদার প্রদীপ যোসেফ কস্তা, পরিবার জীবন কমিশনের সদস্য ফাদার পল পিটার কস্তাসহ অন্যান সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে কর্মাশালার সমাপ্তি ঘোষণা করেন।- ফাদার বাবলু কোড়াইয়া

Add new comment

4 + 3 =