মহাপ্রয়ানে অবসরপ্রাপ্ত বিশপ লিনুস নির্মল গমেজ, এসজে

বিশপ লিনুস নির্মল গমেজ, এসজে

গত ২৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ, বিশপ লিনুস নির্মল গমেজ এস.জে. আমাদের ছেড়ে পরম পিতার ডাকে সাড়া দিয়ে ইহলোক চলে গেছেন ।

মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।

বাংলাদেশের আঠারগ্রামের বড়ো গোল্লায় ৭ সেপ্টম্বর ১৯২১ সনে তিনি জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের ঢাকা মহাধর্মপ্রদেশের গোল্লা ধর্মপল্লীর বালিডিয়র গ্রামে দোমিঙ্গো ও আন্না সিসিলিয়া গমেজের সন্তান বিশপ নিলুস । পরবর্তীতে তাদের পরিবার গিয়ে বড়গোল্লা গ্রামে বসতী স্থাপন করেন। তবে বিশপ লিনুস গমেজের শিক্ষাগ্রহণ কোলকাতাতে।  

কোলকাতাতে তিনি নিজের জীবনে প্রভুর আহ্বান অনুভব করেন এবং যীশু সংঘে যোগদান করেন। পরবর্তীতে যাজক হন এবং পশ্চিমবঙ্গের বারুইপুর ধর্মপ্রদেশের প্রথম বিশপ হিসেবে অভিষিক্ত হন।

বিশপ লিনুস নির্মল গমেজ এস. জে.-র বারুইপুর ধর্মপ্রদেশের প্রথম ধর্মপালকের দায়িত্ব (১৯ নভেম্বর ১৯৭৭ — ৩১ অক্টোবর ১৯৯৫) থেকে অবসর গ্রহণের ২৫ বছর পূর্তি। পৃথিবীতে খুব কম বিশপ-ই এমন সৌভাগ্যের অধিকারী।

গত ৭ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ, তাঁর ১০০তম জন্মদিন পালন করা হয় ।

দীর্ঘ সময় তিনি রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের Chairman  পদের দায়িত্বে ছিলেন।

বিশপীয় দায়িত্ব থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশে বেশ কিছু বছর কাজ করেন যেজুইট হাউজে থেকে।

আমরা তাঁর আত্মার চির শান্তি কামনা করি।

Add new comment

4 + 15 =