Friday, February 26, 2021
গত ২১ ফেব্রুয়ারী ২০২১ খ্রিস্টাব্দে সাধু প্যাট্রিকের গীর্জা সিলেট জাফলং ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পরিবার ও ভক্তজনগণ বিষয়ক সেমিনার।
“আমরা সবাই ভাইবোন এর আলোকে প্রকৃতির যত্মে আমাদের করণীয়” এই মূলসুরের আলোকে একদিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়।
পবিএ খ্রীষ্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার বাপ্পী এনরিকো ক্রুজ। তিনি বাণী পাঠের আলোকে সুন্দর সহভাগিতা করেন।
তিনি বলেন, “ঈশ্বর সবাইকে ভালবাসেন, তিনি মানুষের ধ্বংস চান না। তিনি চান মানুষ যেন পরিত্রাণ লাভ করে। তার ভালবাসা সব সময় মনুষের সঙ্গে থাকে তা আবিষ্কার করতে হয়।”
খ্রীষ্টযাগের শেষে জাফলং ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার রনাল্ড গাব্রিয়েল কস্তা পোপের পালকীয় পত্র “আমরা সবাই ভাই বোন এর আলোকে প্রকৃতির যত্মে আমাদের করণীয়”, এ বিষয়ের উপর সহভাগিতা করেন।
তিনি বলেন, প্রকৃতি ঈশ্বরের দান। এ দানের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের উপস্থিতি বুঝতে পারি। এই গোটা বিশ্বের সবাই আমরা একই পরিবারের সদস্য সদস্যা। এই পরিবারের সদস্য-সদস্যা হিসেবে আমরা সবাই ভাই বোন। আমাদের একের প্রতি অন্যের দায়িত্ব রয়েছে আমরা যেন সর্বদা একে অন্যের মঙ্গল করার চেষ্টা করি। অন্যকে জীবনের পথ দেখাই। প্রকৃতি আমাদের বিশ্ব পরিবারেরই অংশ। আমরা যেন এর যত্ম নেই রক্ষনাবেক্ষণ করি। প্রকৃতি সুস্থ্য থাকলে আমরা সুস্থ্য থাকব।
তিনি আরো বলেন, আমরা যেন পরিবেশকে দূষণের হাত থেকে রোধ করি। তাছাড়া প্রত্যেকে যেন এই বিশেষ বর্ষে ২টি করে গাছ লাগাই। এর মধ্য দিয়ে প্রকৃতিকে মানুষের বাসযোগ্য করে গড়ে তুলি। ফাদারের সহভাগিতার মধ্য দিয়ে সবাই প্রকৃতি রক্ষনাবেক্ষণে আরও যত্মশীল হওয়ার অনুপ্রেরণা পেয়েছে।
ওয়েলকাম লম্বা পালকীয় পরিষদের সেক্রেটারী খাসিয়া ভাষায় উপবাস কালে আমাদের করণীয় কি? এবং কিভাবে আমরা মণ্ডলীতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারি সেই বিষয়ে তাদের উপযোগী করে সহভাগিতা করেন।
তার সহভাগিতার মধ্য দিয়ে তারা কিভাবে উপবাস কালে আরও সক্রিয়ভাবে মণ্ডলীতে অংশগ্রহণ করবে সেই নিকনির্দেশনা লাভ করেছে।
এই সেমিনারের মধ্য দিয়ে পোপের দুটি পালকীয় পত্র সম্পর্কে সবাই জানতে পেরেছে সেই আঙ্গিকে পথ চলার জন্য অনুপ্রাণিতও হয়েছে।
উক্ত সেমিনারে ২জন ফাদারসহ ১৩৫ জন খ্রীস্টভক্ত অংশগ্রহণ করেন।-যোশুয়া খংস্লিং
Add new comment