ঢাকার সেন্ট খ্রীষ্টিনা চার্চে বিশ্ব রোগী দিবস উদযাপন

সেন্ট খ্রীষ্টিনা চার্চে বিশ্ব রোগী দিবস উদযাপন

গত ১২ই ফেব্রুয়ারী ২০২১ খ্রিস্টাব্দ, মোহাম্মদপুর সেন্ট খ্রীষ্টিনা ধর্মপল্লীর যুবক-যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হলো “বিশ্ব রোগী দিবস”।

“যীশু পরম চিকিৎসক” এই মূলসুরের আলোকে বিশ্ব রোগী দিবস উদযাপন করা হয়।

খ্রিস্টযাগের উপদেশ সহভাগিতায় ফাদার ডেভিড গমেজ বলেন, রোগীদের যত্মদানে বিশ্বাসপূর্ণ সম্পর্ক গড়ে যীশুর প্রেরণকাজকে আমাদের মাঝে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, “মানব জীবনে অসুস্থ্যতা, বিরক্তি ও দু:খ কষ্ট বয়ে আনলেও অনেক সময় অসুস্থ্যতার মধ্য দিয়েই আমরা ঈশ্বরের দয়া ও ভালবাসা ব্যক্তিগত জীবনে বুঝতে পারি।”

অন্যদিকে খ্রীষ্টযাগে রোগীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয় ও কপালে আশীর্বাদিত তেল দ্বারা লেপন করা হয়।

ধর্মপল্লীর খ্রীষ্টভক্তগণ, ব্রতধারী ব্রাদার, সিস্টারগণও এই অনুষ্টানে অংশগ্রহণ করেন। খ্রীষ্টযাগের পর ধর্মপল্লীর যুবক-যুবতীদের পরিচালনায় ক্ষুদ্র অনুষ্ঠানে রোগীদের এবং উপস্থিত সেবাদানকারী নার্স, যারা এই করোনা মহামারীতে সেবাকাজ করেছেন, তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিবারের অসুস্থ্য রোগীদের পক্ষ থেকে জীবন সহভাগিতা করা হয়, যেখানে ফুটে উঠে খ্রীষ্ট বিশ্বাসের দৃঢ়তা ও ঈশ্বরের গভীর ভালবাসার উপলদ্ধি।-জেমস্ বায়েন।

Add new comment

2 + 5 =