Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
“যদি ভাবেন করোনা নেই, তা হলে বড় ভুল করবেন”
কয়েক সপ্তাহ আগেও কলকাতা পুরসভা এলাকায় করোনায় আক্রান্তের দৈনিক সংখ্যাটা চল্লিশ-পঞ্চাশের মধ্যে ঘোরাফেরা করছিল। কিন্তু গত ১০ অগস্ট থেকে সেই সংখ্যা ক্রমে বাড়তে থাকায় বর্তমানে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরসভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১০ অগস্ট কলকাতা শহরে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮০ জন। ১১ অগস্ট সংখ্যাটা ছিল ৭৮। ১২ তারিখে আবার ৮০। ১৩ অগস্ট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯০। ১৪ ও ১৫ অগস্ট তা ছিল যথাক্রমে ৮৫ এবং ৭৮।
সংক্রমণ বৃদ্ধির এই হার এখনও পর্যন্ত খুব বেশি না হলেও চিকিৎসক ও বিশেষজ্ঞেরা কিন্তু এর মধ্যেই সিঁদুরে মেঘ দেখছেন। বক্ষরোগ চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘এই পরিস্থিতিতে করোনা-বিধি মেনে চলায় শিথিলতা দেখা দিলে সংক্রমণের প্রকোপ মারাত্মক আকার ধারণ করতে পারে। বেশ কয়েক দিন ধরেই বাজারে ও রাস্তায় মাস্কহীন প্রচুর লোকজন দেখা যাচ্ছে। অনেকেই মাস্ক থুতনিতে ঝুলিয়ে রাখছেন। অনেকেই ঝুলিয়ে রাখছেন এক কানে। এই শিথিলতাই কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। শহরবাসী যদি ভাবেন করোনা নেই, তা হলে বড় ভুল করবেন। মনে রাখতে হবে ভাইরাস সদা জাগ্রত। আমাদের ভুলের সুযোগ নিয়ে সে ফের আক্রমণাত্মক হয়ে উঠবে।’’ টানা কয়েক দিন ধরে সংক্রমণের হার একই রকম থাকাটা আসন্ন তৃতীয় ঢেউয়ের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালের বক্ষরোগ চিকিৎসক অনির্বাণ নিয়োগী। তাঁর পর্যবেক্ষণ, ‘‘ভাইরাসের সংক্রমণ এক বার বাড়তে থাকলে তা ঘোর চিন্তার বিষয়। করোনার দ্বিতীয় ঢেউ আসার আগেও আমরা ভীষণ ঢিলেমি দিয়েছিলাম। যখন সংক্রমণ হু হু করে বাড়ছিল, তখন আমাদের কারও কিছু করার ছিল না। তাই অতীতের কথা মাথায় রেখে আমাদের চলতে হবে। এখনই চটজলদি সবাইকে প্রতিষেধক নিয়ে নিতে হবে।’’
এই পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের আবেদন, ‘‘দয়া করে সকলে করোনা-বিধি মেনে চলুন। মাস্ক পরুন। শারীরিক দূরত্ব বজায় রাখুন। অযথা ভিড় করবেন না। কোনও রকম সংস্কারে না ভুগে নিকটবর্তী প্রতিষেধক কেন্দ্র থেকে করোনার প্রতিষেধক নিয়ে নিন।’’ প্রতিবেদন – অতনু দাস।
Website: https://bengali.rvasia.org
YouTube: http://youtube.com/veritasbangla
Add new comment