Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
৫০ বছরে সবচেয়ে বড় দুর্যোগের মুখে কলকাতা
উপকূলে আছড়ে পড়ার আগেই কলকাতায় তাণ্ডব শুরু করল অতি প্রবল ঘূর্ণিঝড় আমপান। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটার। শহরের অন্তত ৩০টি জায়গায় গাছ ভেঙে পড়েছে। এ ছাড়া একাধিক পোস্ট ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। কুমারটুলি সহ বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কলকাতায়।
আয়লা, বুলবুল কিংবা ফণী— কোনও ঘূর্ণিঝড়ই এত শক্তিশালী অবস্থায় কলকাতায় প্রভাব ফেলেনি, যতটা তাণ্ডব চালিয়েছে অতি মারাত্মক ঘূর্ণিঝড় আমপান। শেষ মুহূর্তে আমপানের গতিপথে কোনও পরিবর্তন না হওয়ায় এত ক্ষয়ক্ষতি হয় কলকাতা শহরে। কলকাতায় অনেক পুরনো বাড়ি রয়েছে। ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টির জেরে বহু বাড়িঘর ভেঙে পড়তে পারে। উপড়ে পড়তে পারে বহু গাছপালা।
ঝড়ের আগে থেকেই শহরের সব ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দিকে গাছ পড়ার সঙ্গে সঙ্গেই সেগুলি সরানোর কাজও শুরু হয়েছে। পাশাপাশি শহর জুড়ে চলছে তুমুল বৃষ্টি।
তথ্য : আনন্দবাজার পত্রিকা ( কলকাতা)
Add new comment