হাসনাবাদ ধর্মপল্লীতে উদযাপিত হলো প্রতিবন্ধী ভাই বোনদের বিশ্বাসের তীর্থ যাত্রা

প্রতিবন্ধী ভাই বোনদের বিশ্বাসের তীর্থ যাত্রা

গত ৩০ নভেম্বর থেকে ০১  ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দে, হাসনাবাদ মিশন বান্দুরায়  কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে “আমি জ্বালিয়ে রেখেছি আশার প্রদীপ” এই প্রতিবাদ্য নিয়ে দুইদিন ব্যাপী প্রতিবন্ধী ভাই বোনদের বিশ্বাসের তীর্থ যাত্রা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত তীর্থ যাত্রায় ৩৩জন প্রতিবন্ধী ভাই বোন, ১৮ জন প্রবীণ ব্যক্তি সহ মোট ৭৫জন অংশগ্রহণ করেন।

হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহীত ফাদার স্টানিসলাউস উক্ত তীর্থ যাত্রার শুভ উদ্বোধন করেন। উক্ত তীর্থ যাত্রায় উপস্থিত ছিলেন ফাদার শিশির কোড়াইয়া সহকারি পালপুরোহীত-হাসনাবাদ ধর্মপল্লী,  সিস্টার মেরী সুধা ইনচার্জ, আশাগৃহ এসএমারে, সিস্টার মৃধুলা এসএমারে, মি: সেলিস্টিন রোজারিও সহ-সভাপতি হাসনাবাদ ধর্মপল্লী, টমাস রোজারিও সহ-সভাপতি গোল্লা ধর্মপল্লী, জন গমেজ, মি: রিচার্ড ডি. সিলভা এনিমেটর, কারিতাস এসডিডিবি প্রকল্প।

দুইদিন ব্যাপী তীর্থ যাত্রার অনুষ্টার সূচীর মধ্যে ছিলো, পবিত্র ক্রুশের আরাধনা, পবিত্র খ্রীষ্টযাগ, অভিভাবকদের সহভাগিতা,  রোজারি মালা প্রার্থনা-পাপ স্বীকার, প্রতিবন্ধী ভাই বোনদের অংশগ্রহণে খেলাধূলা ও বিচিত্রা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তীর্থ যাত্রা শেষ হয়।-হিউবার্ট নির্মল গমেজ

Add new comment

3 + 3 =