Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
স্বাস্থ্যবিধি মেনে সাধু আন্তনী’র পর্ব ও তীর্থ উৎসব উদযাপন
গত ১৪ জুন ২০২১ খ্রিস্টাব্দ, স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান ক’রে রাজশাহী ধর্মপ্রদেশের মহিপাড়া সাধু আন্তনী’র ধর্মপল্লীর প্রতিপালক মহান সাধুর পর্ব ও তীর্থ অত্যন্ত ভক্তিময়তা ও আধ্যাত্মিক সক্রিয়তায় উদযাপন করা হয়।
এই পর্ব ও তীর্থ উপলক্ষে একান্ত সহজ-সরল ও ভক্তিময়তার আমেজে সাজানো হইয়েছিল পবিত্র উপাসনালয় এবং গ্রটো, গীর্জার বারান্দায় ও গীর্জার ভিতরে স্থাপন করা হয়েছিল সাধু আন্তনীর তিনটি প্রতিকৃতি (মূর্তি)।
পর্বীয় ও তীর্থ উপলক্ষে মহাখ্রীষ্টযাগ শুরু হওয়ার অনেক আগে থেকেই তীর্থযাত্রী এবং আন্তনী-ভক্ত অনেকেই গ্রটোর সামনে এসে ভক্তি-বিশ্বাসে সাধু আন্তনীর কাছে মানত মানত দিয়ে প্রার্থনা করতে থাকে। মহাখ্রীষ্টযাগ শুরু হওয়ার পূর্ব থেকে চলতে থাকে সাধু আন্তনীর উপর রচিত বিভিন্ন ধর্মীয় গান। এর ফলে গীর্জাঘরের ভিতরে ও বাইরে প্যান্ডেলের নীচে অবস্থানরত ভক্তবৃন্দ সাধু আন্তনী ঘিরে এক নীরব প্রার্থনা ও ধ্যানে মগ্ন ছিল।
খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর ফাদার প্যাট্রিক গমেজ। তিনি তার উপদেশ বাণীতে সাধু আন্তনীর যেসকল মূল্যবোধ ও গুণাগুণ তুলে ধরেন তা হল: ছোটবেলা থেকেই তাঁর শুচিতা ও প্রার্থনা; যাজক হওয়ার প্রবল ইচ্ছা; তাঁর প্রার্থনা ও ঈশ্বরের সাথে নিবিড় বন্ধন; শিশু-যীশুর প্রতি ও আরাধ্য সাক্রামেন্তের প্রতি অগাধ ভক্তি ; নম্রতা; বাধ্যতা; গঠন গৃহে বা মঠাশ্রমে ঘর ঝাড়ু দেওয়া, হাড়ি-পাতিল ধোয়া-মুছা, টয়লেট পরিস্কার এমন অতি সাধারণ কাজ করা ;হারানো জিনিস ফিরিয়ে দেওয়া; পাপীর মন পরিবর্তন; অলৌকিক কর্মসাধন (শিশুকে জীবিত করা; যুবকের কর্তিত পা জোড়া দেওয়া) ; আকর্ষণীয় বাচন ভঙ্গি ও শব্দ চয়ন দ্বারা ধর্মোপদেশ ; সুদক্ষ ও অদম্য বাণী প্রচারক, শাস্ত্র পণ্ডিত (হাতে থাকত সামসঙ্গীত গ্রন্থ)।
খ্রিস্টযাগের পর প্রথমে যাজকদ্বয় এবং পরে দলে দলে ভক্তবৃন্দ সাধু আন্তনীর মূর্তির সামনে এসে ভক্তি-বিশ্বাসে প্রার্থনা করতে থাকে ও মানতকরা দানসামগ্রি মূর্তির সামনে রাখে। এমন ভক্তি-ক্রিয়া শুধু মহিপাড়ার জনগণেরই নয়, বিশ্বাস করি যে, গোটা বাংলাদেশের খ্রীষ্টবিশ্বাসীদেরই মহান সাধু আন্তনী’র প্রতি অগাধ ভক্তি-ভালবাসার বহিঃপ্রকাশ।
শিশু-কিশোর যুবক-যুবতী ও বয়স্ক নারী পুরুষ মিলে প্রায় ৫০০ জনেরও অধিক খ্রীষ্টবিশ্বাসীরা এই পর্বীয় মহাখ্রীষ্টযাগ অংশগ্রহন করেন।-ফাদার প্যাট্রিক গমেজ।
Add new comment