স্বর্গীয় আর্চবিশপ মজেস কস্তা’র স্মরণে প্রার্থনা ও স্মৃতিচারণ সভা

চট্টগ্রাম আর্চবিশপ ভবনের মিলনায়তনে আন্ত:ধর্মীয় সংলাপ ও খ্রীষ্টিয় ঐক্য প্রচেষ্টা বিষয়ক কমিশনের উদ্যোগে স্বর্গীয় আর্চবিশপ মজেস এম কস্তা, সিএসসি’র স্মরণে প্রার্থনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে স্বর্গীয় আর্চবিশপ মজেস এম কস্তা, সিএসসি’র ছবিতে সকলে সম্মান প্রদর্শন করে ও পরে পাশে রাখা মোমবাতি প্রজ্জলন করা হয়। পবিত্র বাইবেল থেকে পাঠ করেন চট্টগ্রাম ক্যাথিড্রাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুব্রত বনিফাস টলেন্টুনু, সিএসসি।

অনুষ্ঠানের সঞ্চালক কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মি: জেমস গোমেজ চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের স্বর্গীয় আর্চবিশপ মজেস এম কস্তা, সিএসসি’র বিষয়ে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণের আহ্বান জানান।

এজি চার্চের পালক মৃণাল বাড়ৈ, চার্চ অব বাংলাদেশের ইন্মানুয়েল মন্ডল, পাস্টর ডেভিড ভূঁইয়া, কালুরঘাট ব্যাপ্টিস্ট চার্চের পাস্টর অজয় মিত্র, আইজ্যাক বিনয় রায়, দিয়াং ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আলবার্ট সরেন, মি: উইলভার মানিক ডি‘ কস্তা, মি: এলড্রিক বিশ্বাস ও আরো অনেকে। অনুষ্ঠানের মাঝে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন মার্গারেট বেবী সাহা ও আইরিন নোটন সাহা।

বক্তারা তাদের বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের স্বর্গীয় আর্চবিশপ মজেস এম কস্তা, সিএসসি’র মাধ্যমে উপকার পেয়েছেন, পরামর্শ পেয়েছেন তা তুলে ধরেন। মি: উইলভার মানিক ডি‘ কস্তা আর্চবিশপ মজেস এম কস্তা’র ঢাকার স্কয়ার হাসপাতালের শেষ সময়গুলো স্মৃতিচারণ করেন।

সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের এডমিনিট্রেটর ও ভিকার জেনারেল ফাদার লেনার্ড সি. রিবেরু। পরে স্বর্গীয় আর্চবিশপ মজেস এম কস্তা, সিএসসি’র কবরে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন ও প্রার্থনা করা হয়। - বিডিখ্রিষ্টান নিউজ

Add new comment

7 + 1 =