সোয়াব পরীক্ষায় মহামান্য কার্ডিনাল তাগলের করোনা ভাইরাস নেগেটিভ

গত ১১ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ, ভাতিকান প্রেস অফিস জানিয়েছে বিশ্বাস বিস্তার সংস্থার প্রিফেক্ট মহামান্য কার্ডিনাল আন্তনীয় তাগলে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। 

ফিলিপিনো এই ধর্মযাজক বিশ্বাস বিস্তার সংস্থার (পোন্টিফিক্যাল মিশন সোসাইটি, পিএমএস) প্রিফেক্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফাদার গ্রেগরি গ্যাস্টন বলেন, সোয়াব পরীক্ষায় মহামান্য কার্ডিনাল তাগলের করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। এই সংবাদটি সত্যিই বিশ্বমন্ডলীর জন্য অনেক আনন্দের সংবাদ। 

ফাদার আরো বলেন, ঈশ্বর চান তিনি যেন সুস্থ হয়ে তার পালকীয় সেবা চালিয়ে যেতে পারেন।

৬৩ বছর বয়স্ক মহামান্য কার্ডিনাল তাগলে গত ১০ সেপ্টেম্বর ফিলিপাইনের এয়ারপোর্টে করোনা পরীক্ষা করলে তার রেজাল্ট পজেটিভ আসে আর ঠিক তখন থেকেই তিনি হোম কোয়ারাইন্টাইনে ছিলেন।

পরে গত ২৩ সেপ্টেম্বর তার সোয়াব পরীক্ষা করলে তার ফল আসে নেগেটিভ। আমরা তার জন্য প্রার্থনা করি তিনি যেন সুস্থ থেকে তার গুরু দায়িত্ব পালন করতে পারেন।

Add new comment

2 + 2 =