সেমিনারীর প্রতিপালক সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব পালন

সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব পালন

খুলনা ধর্মপ্রদেশের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার মাইনর সেমিনারীতে মহাসমারোহে সেমিনারীর প্রতিপালক সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব পালন করা হয়।

দীর্ঘ ৯ দিন বিশেষ নভেনা প্রার্থনা করার পর অনুষ্ঠিত হলো ফ্রান্সিস ফ্রান্সিস জেভিয়ার ।

পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন সেমিনারীর পরিচালক ফাদার মার্টিন মণ্ডল। সন্ধ্যায় সেমিনারীয়ানদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় ও দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন সেমিনারীর পরিচালক ফাদার মার্টিন মণ্ডল ও নব অভিষিক্ত যাজকগণ।

পর্বীয় অনুষ্ঠানে খুলনা ধর্মপ্রদেশের অধিকাংশ পুরোহিতগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সেমিনারীর পরিচালক ফাদার মার্টিন মন্ডল।

উক্ত পর্বদিনে খুলনা ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জেমস্ রমেন  বৈরাগী ও ভিকার জেনারেল ফাদার যাকোব বিশ্বাস এর সুস্থতার জন বিশেষ প্রার্থনা করা হয় ॥-নিকোলাস বিশ্বাস

Add new comment

10 + 6 =