Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
সৃষ্টির যত্নে বিশ্ব প্রার্থনা দিবসের আহ্বান করেন পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস ১লা সেপ্টেম্বরকে ‘সৃষ্টির যত্নে বিশ্ব প্রার্থনা দিবস’ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। সেই সাথে তিনি উদ্ধুদ্ধ করেছেন কাথলিক মন্ডলী যেন সারা বিশ্বের অভিন্ন বাসগৃহ আমাদের এই পৃথিবীর জন্য প্রার্থনা করেন।
পোপ ফ্রান্সিসের যুগান্তরকারী সার্বজনীন পত্র ‘তোমার প্রশংসা হোক” -এর দ্বারা উদ্বুদ্ধ হয়ে এই দিনটি প্রতিষ্ঠিত হয়েছে, যে পত্রটি পৃথিবীতে বসবাসকারী প্রত্যেককেই এ জগতকে যত্ন করতে আহ্বান জানায়।
পোপ ফ্রান্সিস আরো আহ্বান করেন উপযুক্ত মূহুর্তকে উদযাপন করতে যেন আমাদের ব্যক্তিগত আহ্বান আরো সুদৃঢ় হয়ে উঠে সৃষ্টির তত্ত্বাবধানকারী হওয়ার জন্য, ঈশ্বরের চমৎকার সৃষ্টির প্রশংসা ও ধন্যবাদ জানানোর জন্য। কারণ তিনি সৃষ্টিকে যত্ন করার ও রক্ষা করার দায়িত্ব আমাদের হাতে অর্পণ করেছেন, সেই সাথে আমরা যে সৃষ্টির বিরুদ্ধে ও জগতের বিরুদ্ধে পাপ করেছি তাও তিনি ক্ষমা করেছেন।
সৃষ্টির যত্নে বিশ্ব প্রার্থনা দিবসের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে, আন্তঃমান্ডলীক নেতা কুলপতি বার্থলমেয় যিনি “সবুজ কুলপতি/শ্যামল পিতৃপতি” নামে পরিচিত, তারই নেতৃত্বে বিশ্ব এই প্রার্থনানুষ্ঠান শুরু হয়েছে অর্থোডক্স খ্রীষ্টানদের মধ্যে ১৯৮৯ খ্রীষ্টাব্দে।
১লা সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের অর্থোডক্স মন্ডলীর জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এ দিনটি উপাসনা বর্ষের প্রথম দিন এবং শ্রমিক দিবস।
কুলপতি বার্থলমেয় ২০১৫ খ্রীষ্টাব্দের ১লা সেপ্টেম্বর এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একটি সার্বজনীন পত্র প্রকাশ করেন। আন্তঃমান্ডলীকের সার্বজনীন গুরুত্ব উপলব্ধি করে পোপ ফ্রান্সিস ২০১৫ খ্রীষ্টাব্দের আগষ্ট মাসে ঘোষণা করেন যে, কাথলিক মন্ডলীও ১লা সেপ্টেম্বর ‘সৃষ্টির যত্নে বিশ্ব প্রার্থনা দিবস’ পালন মূলত: তখন থেকেই শুরু হয় সৃষ্টির যত্নে বিশ্ব প্রার্থনা দিবস’এর।
পোপ ফ্রান্সিস বলেন, সৃষ্টির যত্নে বিশ্ব প্রার্থনা দিবসে আমাদের যা করতে হবে তা হচ্ছে অপরূপ সৃষ্টি ও প্রকৃতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। প্রকৃতির সৌন্দর্য অবলোকন করা, বাগানে ও পার্কে গিয়ে প্রকৃতির মাঝে ঈশ্বরের খোঁজ করা ও তাঁকে ধন্যবাদ দেওয়া। সৃষ্টির যত্নে বিশ^ প্রার্থনা দিবসে প্রকৃতি নিয়ে ধ্যান করা, প্রকৃতিকে সময় দেওয়া।
পোপ আরো বলেন, ৪ অক্টোবর আসিসির সাধু ফ্রান্সিসের পর্ব দিবস আর এই সাধু প্রকৃতিকে অনেক ভালবাসতেন, দেখাশোনা ও যত্ন করতেন, তাই তারই স্মরণে এই সময়টাকে ‘সৃষ্টির সময়’ বলা হয়।
পোপ বলেন, আসুন আমরা সবাই মিলে, বিশ্ব সৃষ্টির যত্ন করি, আমাদের পৃথিবীকে রক্ষা করি, আমি সবাইকে সেই আর্শিবাদ করি।
Add new comment