সিলেট ধর্মপ্রদেশে ৯ম পালকীয় সম্মেলন ও বিশপ বিজয় এন ডি’ক্রুজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

গত ২০ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে, সিলেট ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল ৯ম পালকীয় সম্মেলন ও সেই সাথে সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ বিজয় এন ডি’ক্রুজ,ওএমআই এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনুষ্ঠান।

প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। “লাউদাতো সি: মণ্ডলীর ভাবনা ও আমাদের করণীয়” এই মূলভাবের আলোকে সহভাগিতা করেন ঢাকার মনোনীত আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ।

তিনি তার সহভাগিতায় বলেন, ঈশ্বর মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। তিনি তাকে বুদ্ধি ও বিবেক দিয়েছেন। তিনি যেন প্রকৃতির যত্ন ও রক্ষনাবেক্ষণ করেন।

তিনি সিলেট ধর্মপ্রদেশের আলোকে প্রকৃতির যত্মে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, দূষণযুক্ত পরিবেশ হ্রাস করা, প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার না করা,  বৃক্ষ রোপন কার্যক্রম, প্রকৃতি-পরিবেশ বিষয়ক শিক্ষাদান ও সম্মিলিত কার্যক্রম, বৃদ্ধ ও শিশুদের যত্ম ইত্যাদি।

বিশপ তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি চিন্তা করেননি তাকে সিলেট ছেড়ে অন্য কোথাও যেতে হবে। তিনি বিগত নয়টি বছরে আস্তে আস্তে স্বপ্ন দিয়ে সিলেট ধর্মপ্রদেশকে গড়ে তুলে ছিলেন। এখনও সিলেট ধর্মপ্রদেশের অনেক কাজ করতে বাকী। তিনি সবাইকে কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

পবিত্র খ্রীষ্টযাগ উৎস্বর্গ করেন বিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই। তিনি তার উপদেশে বাণী পাঠের আলোকে প্রকৃতি সম্পর্কে আলোকপাত করেন। তাছাড়া পোপের পালকীয় পত্র অনুসারে আমরা সবাই ভাইবোন সম্পর্কে সুন্দর সহভাগিতা করেন।

অন্যদিকে বিকালে শুরু হয় বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে বিশেষ সহভাগিতা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভিন্ন গন্যমান্য ৮৫ জন। যারা প্রশাসানে, ব্যাংকে, রাজনৈতিক অঙ্গনে এবং বিভিন্নমহলে সেবা দিয়ে যাচ্ছেন তাদের সাথে বিশপ মহোদয়ের সখ্যতা অনেক ভাল ছিল। তারা সবাই বিশপের সুন্দও কাজের জন্য ধন্যবাদ জানান।

সিলেট ধর্মপ্রদেশের ১জন বিশপ, ১৪ জন ফাদার, ১৯ জন সিস্টারসহ মোট ১০৭ জন খ্রীষ্টভক্ত অংশগ্রহণ করেন।-মার্কুস লামিন

 

Add new comment

7 + 7 =