সিলেটে জাফলং ধর্মপল্লীতে নারী দিবস উদযাপন

জাফলং ধর্মপল্লীতে নারীদের নিয়ে উদযাপিত হলো বিশ্ব নারী দিবস

সিলেটে জাফলং ধর্মপল্লীতে নারীদের নিয়ে উদযাপিত হলো বিশ্ব নারী দিবস। এই নারী দিবসকে কেন্দ্র করে ধর্মপল্লীর মোট ৮০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করে।

খ্রিস্টযাগের মধ্যদিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। আর খ্রিস্টযাগ উৎসর্গ করেন জাফলং ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার রনাল্ড গাব্রিয়েল কস্তা।

তিনি তার উপদেশে বলেন, নারীরা হলেন-মা, আমরা তাদের মধ্যদিয়ে এই পৃথিবীতে এসেছি। তাদের যে মর্যাদা, সম্মান রয়েছে আমরা যেন তা তাদের প্রদান করি। বর্তমানে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত, অবহেলিত, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। তারা যেন তাদের ন্যায্য অধিকার লাভ করতে পারে তাই আমাদের নারীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

খ্রিস্টযাগের শেষে ফাদার নারীদের সবাইকে ফুলের মধ্য দিয়ে শুভেচ্ছা জানান। ক্লারা খংলা নারী দিবসের ইতিহাস, কেন নারী দিবস উদ্যাপন করা হয় সে সম্পর্কে সুন্দর অনুপ্রপ্রেরণামূলক সহভাগিতা করেন।

জ্যোৎস্না খংলা খাসিয়া ভাষায় নারীরা আরও কিভাবে বিভিন্ন কাজে এগিয়ে আসতে পারে, কিভাবে তারা তাদের সেবা কাজকে আরও বেগবান করতে পারে সে সম্পর্কে সহভাগিতা করেন। তার সহভাগিতার মধ্য দিয়ে সকল নারীরা তাদের নিজেদের নতুন আঙ্গিকে আবিষ্কার করতে পেরেছে।

পরে যোশুয়া খংস্থিয়া নারীদেরকে শুভেচ্ছা জানান এই দিনের মর্যাদাকে তারা যেন ধরে রাখে সেই আঙ্গিকে যেন জীবন পথে এগিয়ে চলেন তার জন্য তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

নারীদের মধ্য থেকে একজন তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এই দিনটি তাদের জন্য আনন্দের। তাদের জন্য গোটা বিশ^ চিন্তা করে, তাদের সম্মান করে, মর্যাদা দেয় তার জন্যে তারা গর্বিত। এই দিনটি উদ্যাপনের জন্যে তারা ধন্যবাদ জানান।- রেবেকা ডিখার

Add new comment

9 + 0 =