সিবিসিবি ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে ঢাকা সিবিসিবি সেন্টারে, অর্ধদিবস সেমিনারের মাধ্যমে ‘মানবপাচার বিরোধী আন্তর্জাতিক প্রার্থনা এবং সচেতনতা দিবস’ পালিত হয়েছে।
বাংলাদেশে সেবাদানরত সকল সিস্টার সম্প্রদায়ের সংঘপ্রধানগণ, বিসিআর-এর সভাপতি ও বিভিন্ন কমিশন অফিসের সিস্টারগণসহ ৪৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
পুণ্যপিতা পোপ ফ্রান্সিস-এর অনুপ্রেরণায় রোম শহরে সিস্টার সংঘসমূহের সকল সুপিরিয়র জেনারেলগণের মানবপাচার প্রতিরোধবিষয়ক সংগঠন ‘তালিথা কুম আর্ন্তজাতিক নেটওয়ার্ক’ এর আহ্বানে প্রতিপালিকা সাধ্বী যোসেফিন বাকিতা পর্বদিন ফেব্রুয়ারী ৮, ২০০৯ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হচ্ছে।
একই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের বিভিন্ন ধর্মপ্রদেশ পর্যায়, সিস্টারদের হাউজে, কারিতাস অফিসসমূহে প্রার্থনা এবং সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়।
সেমিনারে ‘তালিথা কুম নেটওর্য়াক’ এর দর্শন-কর্মপ্রচেষ্টা, অভিবাসী, শরণার্থী ও মানবপাচার প্রতিরোধসংক্রান্ত সেবাকাজ এবং মাণ্ডলিক অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই সেমিনারের লক্ষ্য ও উদেশ্য বিষয়ক আলোচনা করেন ন্যায় ও শান্তি কমিশনের সচিব ড. ফা. লিটন এইচ গমেজ সিএসসি।
কমিশনের সভাপতি শ্রদ্ধেয় বিশপ জেভার্স রোজারিও মূলসুর “মানবপাচারবিহীন অর্থনীতি” বিষয়ের ওপর বিস্তারিত আলোকপাত করেন।
তিনি বলেন, “আমাদের প্রত্যেকের দায়িত্ব যীশুর মত সমাজের অবহেলিত দুস্থদের সেবা করা; বর্তমানে সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে মানবপাচার ও যৌন দাসত্বের মাধ্যমে মানুষকে নির্যাতন করা”।
তিনি আহবান করেন বাংলাদেশে হাজারো বাকিতার জন্যে আমাদের করণীয় অনেক তাই ‘তালিথা কুম নেটওয়ার্ক’ এ যুক্ত হয়ে যেন মানবপাচার প্রতিরোধে কাজ করি ।ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও বলেন, “অভিবাসী, শরণার্থী ও মানবপাচার প্রতিরোধবিষয়ক সেবাকাজ করার অনেক সুযোগ রয়েছে। আর যদি আমরা কিছুই করতে না পারি মানবপাচারে শিকার হওয়া ভাইবোন ও পরিবার যারা অমানবিক ও অনিশ্চিত জীবনযাপন করছেন এবং যারা মানবপাচার প্রতিরোধবিষয়ক কাজ করছেন তাদের জন্য প্রার্থনা করতে পারি”।
তিনি লিখিত কিছু সুপারিশ ও পরামর্শ আলোচনা করেন; যেমন- মানবপাচার, মাণ্ডলিক সেবাকাজ, তালিথা কুম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি, তথ্য জানা ও অন্যদের সাথে সহভাগিতা করার জন্য সংঘে নির্দিষ্ট ব্যক্তি নির্ধারণ, নিজেদের মাঝে আলোচনা করা, পোপ ফ্রান্সিস এর অনুধ্যানসমূহ পাঠ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, মানুষেেদর সচেতন করুন এবং তলিথা কুম নেটওয়ার্কে অংশগ্রহণ করতে সিস্টারদের উৎসাহিত করুন।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই সাধ্বী যোসেফিন বাকিতা পর্বের পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন এবং উপদেশে অভিবাসী, পথশিশু, কারাবন্দী ও মানবপাচার প্রতিরোধবিষয়ক সেবাকাজে সক্রিয় অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান ও উৎসাহিত করেন।
তিনি ‘তালিথা কুম বাংলাদেশ’র মাধ্যমে সেবাকাজের উদ্যোগের জন্য শুভকামনা জানান। - হলি দিও
Add new comment