সিবিসিবি কর্তৃক আয়োজিত প্রয়াত আর্চবিশপ মজেস কস্তার স্মরণে এক বিশেষ স্মরণ সভা

চট্টগ্রামের আর্চবিশপ মজেস এম কস্তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো ঢাকায় সিবিসিবি সেন্টারে।

১৪ আগস্ট ঢাকার সিবিসিবি সেন্টারে বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনী আয়োজিত প্রয়াত আর্চবিশপ মজেস কস্তার স্মরণে এক বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর সদস্য সকল বিশপ, বিভিন্ন ধর্মসংঘেরর প্রধান ও খ্রিষ্টান সমাজের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র খ্রিষ্টযাগ চলাকালে প্রায় প্রত্যেকে অতি অল্প কথায় প্রয়াত আর্চবিশপ মজেস এম কস্তার গুণগুলো তুলে ধরেন। তাঁরা বলেন, আর্চবিশপ মজেস কস্তা ছিলেন উত্তম মেষপালক। তিনি ছিলেন বাংলাদেশ ক্যাথলিক মন্ডলীর একজন সাহসী যোদ্ধা, ছিলেন অত্যন্ত স্নেহপারায়ণ, তিনি ছিলেন ঈশ্বরের বিশেষ উপহার।

স্মৃতিচারণে তাঁরা আরো বলেন আর্চবিশপ মজেস এম কস্তা ছিলেন ভক্ত জনগণের দূরের বাতিঘর। তিনি ছিলেন সংবেদনশীল মানুষ। তিনি ছিলেন আদিবাসী বান্ধব, ছিলেন শ্রেষ্ঠ বাণী প্রচারক। তিনি চিন্তা করেতেন আউট অব বক্স। তিনি শিশুদের ভালোবাসতেন। ছিলেন স্পষ্টবাদী।

পবিত্র খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডিরোজারিও সিএসসি। সাথে উপস্থিত ছিলেন অন্যান্য বিশপগণ।– ডিসিনিউজ

 

Add new comment

2 + 16 =