Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
সাভারে সংখ্যালঘু খ্রিষ্টান স্কুল ছাত্রের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
গত ১১ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, সাভারে সংখ্যালঘু খ্রিষ্টান স্কুল ছাত্র জয় হালদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এতে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, ধরেন্ডা সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী জয় হালদারকে গত ১৬ মে রাত সাড়ে ৯টার দিকে সাভারের রাজাসন গ্রামের পলুর মার্কেটে কিশোর গ্যাংয়ের কতিপয় সদস্য লাঠিসোটা ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করলে সে গুরুতর আহত হয়। ৬ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এই হত্যাকান্ডের প্রতিবাদে ধরেন্ডা সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ মিছিল নিয়ে পলুর মার্কেটে গিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে মানববন্ধন ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘দ্রুততম সময়ে জয় হালদার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সাভারে কিশোর গ্যাং তৎপরতা বন্ধ করতে হবে, সকল প্রকার মাদকের অবৈধ ব্যবসা এবং তৎপরতা বন্ধ করতে হবে।’
অন্যান্য বক্তাগণ বলেন, মাদকের সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে, সকল প্রকার ইভটিজিং বন্ধ করা, রাস্তাঘাট ও পরিবেশ উন্নয়ন সাধন করতে হবে।
জয় হত্যাকান্ডের ঘটনায় পরিবারের পক্ষে মামলা করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল কিন্তু তারা এখন জামিনে আছেন। আসামীরা জামিন পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।
Add new comment