সবাইকে ছেড়ে চলে গেলেন ফাদার রেমন্ড অ্যামব্রোজ

রেডিও ভেরিতাস পরিবার আজ শোকাহত । দুঃখের সাথে জানাতে হচ্ছে ফাদার রেমন্ড অ্যামব্রোজ আর আমাদের মাঝে নেই। ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে আজ আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন।

তিনি দীর্ঘদিন  রেডিও ভেরিতাস এশিয়ার কনসালটেন্ট (পরামর্শক) হিসাবে নিযুক্ত ছিলেন।

একই সাথে তিনি ফেডারেশন অফ এশিয়ান বিশপস কনফারেন্স (FABS-OSC) এর নির্বাহী সেক্রেটারি পদেও  নিযুক্ত ছিলেন।

তিনি ৭ জুলাই সকাল ৮টায় হায়দ্রাবাদে মৃত্যু বরণ করেন। 

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের জন্য তাঁর ছিলো বিশেষ দরদবোধ, যার টানেই তিনি উপস্থিত থাকতেন প্রায় প্রতিটি শ্রোতা সম্মেলন অনুষ্ঠানে। আর তিনিই সেই রূপকার, যার হাত ধরে রেডিও ভেরিতাস এশিয়া শর্ট ওয়েব থেকে আজ অনলাইনে। 

তাঁর মৃত্যুতে রেভিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ শোকাহত। তিনি চলে গিয়েও বেঁচে থাকবেন প্রতি শ্রোতা দর্শকের অন্তরে চিরদিন, চিরকাল।

Add new comment

12 + 0 =