Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
শ্রীলঙ্কায় পালিত হল ইস্টার সানডে সিরিজ বোমা হামলার দ্বিতীয় বার্ষিকী
গত মাসে শ্রীলঙ্কায় যথাযোগ্য ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হল “ইস্টার সানডে সিরিজ বোমা হামলার” দ্বিতীয় বার্ষিকী। কোচ্চিকাডে সাধু আন্তনির গির্জায় সকাল ৮ টা ৪৫ মিনিটে ঘণ্টা বাজানোর মাধ্যমে অনুষ্ঠিত হয় এক বিশেষ স্মরণ সভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার কাথলিকদের সর্বচ্চ ধর্মীয় নেতা ম্যালকাম কার্ডিনাল রাঞ্জিত, শ্রীলঙ্কা বৌদ্ধ-ভিক্ষু কমুনিটির প্রধান, মুসলিম কমুনিটির প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ এবং হামলায় হতাহতদের আত্মীয়স্বজন।
অনুষ্ঠানের শুরুতেই বোমা হামলায় নিহতদের স্মরণে ২ মিনিট নিরবতা পালন করা হয় এবং প্রতিনিধিগণ প্রদীপ প্রজ্বলন কবেন।
গত ১৯শে এপ্রিল ম্যালকাম কার্ডিনাল রাঞ্জিত, এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি ইস্টার হামলার তদন্ত কমিশন কর্তৃক প্রকাশিত পূর্ণ প্রতিবেদন অসম্পূর্ণ এবং সরকার হামলার সাথে জরিত উচ্চ পর্যায়ের ব্যাত্তিদের আড়াল করার চেষ্টা করছে বলে সমালচনা করেন। এছাড়া প্রতিবেদন অনুযায়ী যে পদক্ষেপ গ্রহণ করা উচিৎ সরকার তা যথাযথ পালন করছে না বলেও অভিযোগ করেন।
২০১৯ খ্রিষ্টাব্দের ২১ শে এপ্রিল প্রথম বোমাটি কোচ্চিকাডে সাধু আন্তনির গির্জায় সকাল ৮ টা ৪৫ মিনিটে উপাসনা চলাকালীন বিস্ফোরিত হওয়ায় গতকাল শ্রীলঙ্কার প্রত্যেকটি গির্জায় সকাল ৮ টা ৪৫ মিনিটে একযোগে ঘণ্টাধ্বনি বাজানো হয়। এরপর ২ মিনিট নিরবতা পালন এবং খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। শিশুরা যাতে উপাসনায় অংশ নিতে পারে এজন্য ২১শে এপ্রিল কার্ডিনাল দেশের প্রত্যেকটি কাথলিক স্কুল ছুটি ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১৯ খ্রিষ্টাব্দের ২১ শে এপ্রিল ইস্টার সানডে উপাসনা চলাকালে তিনটি গির্জা ও তিনটি পাঁচতারা হোটেলে একযোগে সিরিজ বোমা হামলায় মোট ২৬৯ জন নিহত হয়। আহত হয় আরও কয়েক শতাধিক মানুষ।- তেরেজা সোমা ডি’ কস্তা, শ্রীলঙ্কা
Add new comment