শ্রীমঙ্গলে নব নির্মিত নটর ডেম স্কুল এন্ড কলেজের ভবনের শুভ উদ্বোধন

গত ২২ জুলাই, ২০২১ খ্রিষ্টবর্ষে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে অর্থপূর্ণ এবং ভাবগাম্ভির্য পরিবেশে অনুষ্ঠিত হয় নটর ডেম স্কুল এন্ড কলেজের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের মহামান্য আর্চবিশপ বিজয় এন’ডি ক্রুজ, ওএমআই, সিলেট ধর্মপ্রদেশের নব অধিষ্ঠিত মহামান্য বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, পবিত্র ক্রুশ যাজক সংঘের প্রভিন্সিয়াল ফাদার জেমস ক্রুশ, সিএসসি; পবিত্র ক্রুশ সংঘের আরও ২৪ জন ফাদার, ধর্মপ্রদেশের ফাদার সিস্টারগণ, সেমিনারিয়ানবৃন্দ, স্কুলের শিক্ষক ও স্টাফবৃন্দ এবং স্থানীয় খ্রিষ্টভক্ত।

সকাল ৯:৩০ ঘটিকায় সকলের উপস্থিতিতে বিশপগণ, প্রদেশপাল এবং কলেজের অধ্যক্ষ ভবনের ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান শুরু করেন। অতপর শুরু হয় পবিত্র খ্রিষ্টযাগ। এতে প্রধান পৌরহিত্য করেন আর্চবিশপ বিজয় এন’ডি ক্রুজ, ওএমআই।

খ্রিষ্টযাগের পর পরই বিশপগণ, ফাদার জেমস ক্রুশ, সিএসসি এবং ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার নিকোলাস, সিএসসি পবিত্র জল সিঞ্চনের মধ্যদিয়ে পুরো ভবন আশীর্বাদিত করা হয়।

ভবন আশীর্বাদের পর শুরু হয় অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন ও বক্তব্য অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের বরণনৃত্য ও পুষ্প স্তবকের মধ্যদিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠানের সকলের মঙ্গল কামানায়র প্রধান অতিথি, সংঘের প্রদেশপাল এবং অধ্যক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করেন।

স্বাগতিক বক্তব্যে কলেজের অধ্যক্ষ ফাদার প্লাসিড রোজারিও, সিএসসি সকলকে শুভেচ্ছা জানান এবং নতুন প্রতিষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এই কঠিন বাস্তবতার মাঝেও যে বৃহৎ কাজ সাধিত হয়েছে তার জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অতপর বিভিন্ন অতিথিগণ বক্তব্যের মধ্যদিয়ে প্রতিষ্ঠানের শুভ কামনা করেন। অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নটর ডেম ইউনিভারর্সিটি বাংলাদেশ-এর ভিসি শ্রদ্ধেয় ফাদার প্যাট্রিক গেফ্নি, সিএসসি; ফাদার ফ্রাঙ্ক কুইনলিভেন, সিএসসি; আমেরিকার পোর্টল্যান্ড ইউনিভার্সিটি থেকে আগত ফাদার চার্লস গর্ডন; সিএসসি, নটর ডেম কলেজ ময়মনসিংহ-এর অধ্যক্ষ ফাদার জর্জ রোজারিও, সিএসসি সহ আরও অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, বৃহত্তর সিলেট এলকায় পবিত্র ক্রুশ যাজক সংঘের দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের কাজের শুরুতেই মিশনারিগণ শিক্ষা সেবার উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তারই ধারাবাহিকতায় এ নতুন শিক্ষা প্রতিষ্ঠানটি এই এলকার সকল মানুষের জন্য সুফল বয়ে আনবে।

অনুষ্ঠানে স্কুলের বর্তমান ও প্রাক্ত্যন শিক্ষার্থীদের পরিবেশনায় বিভিন্ন আদিবাসী কৃষ্টি-সংস্কৃতি ফুটিয়ে তুলেন ঐতিহ্যগত নৃত্যের মধ্যদিয়ে।

উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে স্মরণিকা ‘নতুন কুঁড়ি’ মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে ক্রেস্ট এবং উপহার তুলে দেন কলেজের চেয়ারম্যান ফাদার জেমস এবং বর্তমান শিক্ষকমন্ডলী। - ধর্মপ্রদেশের নিজস্ব প্রতিনিধি

Add new comment

7 + 12 =