Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
শুলপুর ধর্মপল্লীতে সাধু যোসেফের পর্ব উদযাপন ও পবিত্র তীর্থস্থান ঘোষণা
ধর্মীয় ভাবগাম্বীয়ের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানের শুলপুর ধর্মপল্লীতে সাধু যোসেফের পর্ব উদযাপন হয় এবং মান্ডলীকভাবে শুলপুরকে পবিত্র তীর্থস্থান ঘোষণা করা হয়।
১৯ মার্চ অনুষ্ঠিত সাধু যোসেফের পর্বীয় খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা ক্যাথলিক মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় নিসেফোরস ডি’ক্রুজ ওএমআই। সাথে ছিলেন শুলপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লিন্টু কস্তাসহ বেশ কয়েকজন পুরোহিত।
আর্চবিশপ বিজয় তাঁর উপদেশ বাণীতে বলেন, সাধু যোসেফ ছিলেন ছিলেন একজন সত্যিকারের বিশ্বাসী । প্রথম তিনি সন্দেহ করেছিলেন। পরে যখন তিনি স্বপ্নে জানতে পারলের, মারিয়ার গর্ভে ঈশ্বরের সন্তান আসছে, তখন তিনি ঈশ্বরের কথায় বাধ্য হলেন। শিশু যিশুকে তিনি লালন-পালন করলেন পালক পিতা হিসেবে।
তিনি আরো বলেন, ‘সাধু যোসেফ বিশ্বাসী ছিলেন। তাঁকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। তিনি ঈশ্বরের নিকট আত্ম-সমর্পণ করেছেন। তাঁকে তুলনা করা হয় আমাদের বিশ্বাসের পিতা আব্রামের সাথে। আব্রাহামকে মুসলিম, ইহুদি ও খ্রিষ্টানদের পিতা বলা হয়। সাধু যোসেফ বাধ্যতা, কায়িক পরিশ্রম করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধু যোসেফ ভালো পরিশ্রমী ছিলেন। তিনি হলেন শ্রমিকদের প্রতিপালক। তিনি আমাদের পরিশ্রম করার প্রেরণা দেন।’
ঢাকার আর্চবিশপ তাঁর উপদেশে খ্রিষ্টভক্তদের বলেন, ‘আমরা যেন শ্রমিকদের না ঠকায়। আমরা দেখি আমাদের সমাজে বেতন বা মজুরি দেওয়াতে বৈষম্য রয়েছে। যা থাকা ঠিক না। খ্রিষ্টীয় সমাজ এরকম হওয়ার কথা না।’
পবিত্র খ্রিষ্টযাগের আগে শুলপুর গির্জার গ্রোটের সামনে সাধু যোসেফের বর্ষ উপলক্ষে (৮ ডিসেম্বর ২০২০ থেকে ৮ ডিসেম্বর ২০২১) শুলপুর ধর্মপল্লীকে পবিত্র তীর্থস্থান ঘোষণা করা হয়। স্মৃতিফলক উন্মোচন ও কবুতর উড়িয়ে করে তা ঘোষণা করেন ঢাকা ক্যাথলিক মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় নিসেফোরস ডি’ক্রুজ ওএমআই।- ডিসিনিউজ
Add new comment