Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
শুরু হলো ইসলাম ধর্মালম্বীদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান
Thursday, April 15, 2021
গত ১৪ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ থেকে শুরু হলো ইসলাম ধর্মালম্বীদের অন্যতম র্ধমীয় ইবাদত রোজা ।
দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় এশার নামাজের পর তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা । মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।
সকলকে জানাই পবিএ মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।
Add new comment