Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
লাউ দাতো সি বর্ষে দুই লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মুজিববর্ষে ও পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের লাউ দাতো সি বর্ষে দেশের বৃহত্তম সমবায় সমিতি ঢাকা ক্রেডিট দুই লক্ষ বৃক্ষরোপণ করার ঘোষণা দিয়েছে।
১৮ সেপ্টেম্বর গাজীপুরের কুচিলাবাড়ীতে সমিতির বৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল ও ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে পাঁচটি করে মোট দশটি বৃক্ষ রোপণ করেন ঢাকা ক্রেডিটের বর্তমান ও প্রাক্তন কর্তকর্তাগণ।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ক্রেডিটের পরামর্শক উপাধ্যক্ষ রেমন্ড আরেং। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বৃক্ষরোপণ কর্মসূচিতে বলেন, ‘ঢাকা ক্রেডিটের সদস্যরা বিশ্বাস করে এ ধরিত্রি মাতাকে রক্ষা করা আমাদের খুই দরকার। আমরা আজ জানাই আমাদের সমিতিরি ৪৩ হাজার সদস্য যদি প্রত্যেকে ৫টি করে বৃক্ষ রোপণ করে, তাহলে আমরা দুই লক্ষ ১৫ হাজার বৃক্ষ রোপণ করতো পারবো। আমরা ঢাকা ক্রেডিটের পৃষ্ঠপোষকতায় এবং নেতৃত্বে আগামী এক বছরে দুই লক্ষ বৃক্ষ রোপণ করবো।’
তিনি অনুরোধ করেন অন্যান্য সমবায় সমিতিও যেন মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচি হলো একটি জাতীয় কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচি ঘোষণা করেছেন প্রকৃতিকে রক্ষা করার জন্য, যেন পৃথিবীর যে ভারসাম্য তা রক্ষার ক্ষেত্রে আমরা বিশেষ ভূমিকা পালন করি।’
বৃক্ষরোপণ শেষে ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ নির্মিতব্য ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ বিকালে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: (কেএসবি) পরিদর্শনে যান এবং সেখানে কেএসবি’র নেতৃবৃন্দের সাথে ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। এতে তাঁরা একে অন্যকে সহযোগিতার আশ্বাস দেন।- (ডিসিনিউজ)
Add new comment