Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
লক্ষ্মীবাজার ধর্মপল্লীতে প্রথম খ্রিস্টপ্রসাদ, পবিত্র ক্রুশের গীর্জার পর্ব ও হস্তার্পন সংস্কার প্রদান
গত ১৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ শুক্রবার ঢাকা লক্ষ্মীবাজারে অবস্থিত পবিত্র ক্রুশের গীর্জার পর্ব পালিত হয়েছে। পর্বের প্রস্তুতি স্বরূপ ৬ দিনে বিকালে নভেনা প্রার্থনা ও খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।
পর্বদিনে ৬৪ জন প্রার্থী হস্তার্পন সংস্কার গ্রহণ করেছেন। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ঢাকার আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুজ, সহযোগিতায় ছিলেন আরো ৭ জন পুরোহিত। খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ৩৫০ জন খ্রিস্টভক্ত।
খ্রিস্টাযাগে আর্চবিশপ সবার উদ্দেশ্যে তার মূল্যবান বাণী তুলে ধরেন। পবিত্র ক্রুশের র্গীজায় পর্বকে কেন্দ্র করে বলেন, জগৎকে ভালবেসে জগৎতে পরিত্রান করতে যীশু এই পৃথিবীতে এসেছিলেন। জগৎকে দন্ডিত করতে নয় মুক্তি দিতে এসেছিলেন। পরিত্রান থেকে কেউ যেন বাদ না পরে। যীশু ক্রুশের থেকে বলে ছিলেন তোমাদের পরিত্রান করতে আমি এসেছি। যীশুর ডান পাশে যে চোর ছিলেন তাকে ও ক্ষমা করেছেন। যীশু আরে বলেছিলেন পিতা ওরা কি করছে তা তরা জানেনা । ক্ষমার মধ্য দিয়ে পরিত্রান এনেছেন।
যীশুর মৃত্যুর সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার চলে যাওয়ার পর অনাথ করে রখবেন না। হস্তার্পন সংস্কাররের মাধ্যেমে সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। হস্তার্পন সংস্কারের হস্ত স্থাপন করে পবিত্র আত্মাকে আহ্বান করা হয়। পবিত্র আত্মা অন্তরে নেমে আসেন।
খ্রিস্টযাগ শেষে আর্চবিশপ মহোদয়কে ফুলের শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। সেই সাথে পবিত্র ক্রুশ সংঘের প্রভেন্সিয়াল ফাদার জর্জ কমল ও উপস্থিত সকল ফাদারদের ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।
উল্লেখ্য যে , গত ৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার পবিত্র ক্রুশ চার্চে ৬৫ জন প্রার্থী প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণ করা হয়েছিলো ।এদের মধ্যে শিশুদের সংখ্যা ছিল ৩৫ এবং প্রাপ্ত বয়স্ক ছিল ৩০ জন। প্রার্থীগণ ছিলেন লক্ষিবাজার,নারিন্দা, তেলেগো সম্প্রদায়, পাগলা ও ইসলামপুর থেকে। খ্রীষ্টযাগ উৎস্বর্গ করেন ফাদার বাঁধন সিএসসি। -সিস্টার মেরীয়ানা গমেজ আরএনডিএম
Add new comment