লকডাউনে দরদ্রি মানুষরে পাশে খুলনার বিসিএসএম এর যুবারা

গত ২৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দে, প্রথম লকডাউনে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়রে পরবিারে খাদ্য সহায়তা করার জন্য সন্টে যোসফেস বিসিএসএম ইউনিটের কলজে, বিশ্ব-বিদ্যালয়ে পড়ুয়া কয়কে জন প্রাক্তন ও বর্তমান সদস্য-সদস্যা মিলে নিজেদের উদ্যেগে খাদ্য বিতরনের কাজ শুরু করেন।   

খুলনার সন্টে যোসফেস বিসিএসএম ইউনটি শাখার প্রাক্তন সভাপতি ও উন্নয়ন র্কমী হউির্বাট সনি রত্ন বলনে, গত ৩৩দিন যাবত আমরা এই কাজ অবিরামভাবে চালিয়ে যাচ্ছি । আজকে পর্যন্ত আমরা খুলনা শহড়ে প্রায় ৩৩৩টি দরদ্রি স্বল্প আয়রে পরবিারকে খাদ্য উপহার দিতে পেরেছি । আমরা প্রতিটি ব্যাগে ৫কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১/২ কেজি লবণ, ১/২ লি: তেল ও ১টি সাবান দিয়েছি । একটি ব্যাগে মোট ৪৯৮.০০ টাকার (৬ ডলার) খাবার আছে। এই কাজে আমরা দেশে ও দেশের বাইরে থেকে সাহয্য পেয়েছি। এ পযন্ত আমরা প্রায় ৭১ জন বন্ধুর কাছ থেকে সাহয্য পেয়েছি।

এই এলাকার ৭৫% মানুষ দিন মজুর। তাদরে জীবন করোনা ভাইরাসরে সাথে সাথে ক্ষুধা নামক ভাইরাস দ্বারা জরজরতি। এই কাযক্রমে আমাদরে সাহায্য করছে ফা: আনন্দ মন্ডল, পালক পুরোহতি, সন্টে যোসফে গীর্জা, খুলনা ।

Add new comment

1 + 14 =