রাজশাহী ধর্মপ্রদেশে ‘উৎসর্গকৃত জীবন’ দিবস উদযাপন

রাজশাহীর বিশপ ভবনে উৎসর্গকৃত জীবন দিবস উদযাপন

গত ১৫ ফেব্রুয়ারী ২০২১ খ্রিস্টাব্দে, রাজশাহীর বিশপ ভবনে ধর্মপ্রদেশীয় ক্লারজি এন্ড রিলিজিয়াস কমিশনের  আয়োজনে ‘উৎসর্গকৃত জীবন’ দিবস উদযাপন করা হয়।

‘আমরা হলাম নিবেদিত ও দায়িত্বপ্রাপ্ত সেবক’ এই মুলসূরকে কেন্দ্র করে প্রায় ৫০ জন যাজক, ১ ব্রাদার ও ৬২ জন সিস্টার নিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।

শ্রদ্ধেয় ফাদার লাজারুশ রোজারিও মুলসূরের উপর সহভাগিতা করেন। তিনি বলেন, “খ্রীষ্টের আদর্শ অনুসারে মণ্ডলীর মৌলিক বৈশিষ্ট্য হল সেবা, যার অর্থ মঙ্গলবাণী প্রচার, প্রভুর ভোজের অনুষ্ঠান বাস্তব জীবন পরিস্থিতিতে জনগণের সেবা ও খ্রীষ্টিয় সাক্ষ্যদান। আর তাই আমাদেরকে খ্রীষ্ট নিজেই বেঁছে নিয়েছেন যেন আমরা সংসারে থেকে সংসারে যুক্ত হয়ে নি:স্বার্থভাবে পরসেবায় জীবন কাটাই।”

তিনি আরো বলেন, “বর্তমানে খ্রীষ্টের সেবায় নিবেদিত জীবন বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের সš§ুখীন হতে যাচ্ছে। যে কারণে আমাদের জীবন থেকে প্রকৃত আনন্দ উচ্ছলতা, সক্রিয়তা লোপ পাচ্ছে, যা কোন মতেই কাম্য নয়। তাই পূণ্য পিতা আন্তরিকভাবে প্রত্যাশা করছেন যাতে আমরা নতুনভাবে চেতনা নিয়ে এ আহবান জীবনকে নিয়ে চিন্তা, ধ্যান ও অনুধ্যান করি।”

একজন ব্রতধারিনী তার অনুভূতি প্রকাশ করে বলেন, “উৎসর্গকৃত জীবনে নিজেকে নিবেদন করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ ও আনন্দিত। আমি উপলব্ধি করছি ঈশ্বরের ভালবাসা, কত বিচিত্রভাবেই না ঈশ্বর আমাকে তাঁর কাজের জন্য ধরে রেখেছেন এবং জীবন উৎসর্গ করার পূণ্য প্রেরণা ও চেতনা আমাকে দিয়েছেন।”

বিশপ জের্ভাস রোজারিও বলেন, “আজ আমরা অত্যন্ত আনন্দিত ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ কারণ মণ্ডলীর সেবাকাজের জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেছেন। তিনি চান আমরা যেন সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করে প্রভুর  দ্রাক্ষাক্ষেত্রে কাজ করি। যীশুর মতো যেন সেই গরীব দুঃখী অসহায় মানুষের সেবা করি।”

তিনি আরো বলেন, “পোপ ফ্রান্সিস আমাদের বার বার আহবান  জানাচ্ছেন যেন উৎসর্গকৃত জীবনের সেবাকাজে অন্তরে সহিষ্ণু ও দুরদর্শী হই। আমাদের ভাই মানুষের সাথে আমাদের ভালবাসা ও আনন্দকে নবায়ন করি। প্রতিদিনকার জীবনে যীশুর আনন্দকে হৃদয়ে ধারন ও যাপন করে ভ্রাতৃপ্রেমে জীবন গড়তে সক্ষম হই। আমরা যেন পৃথিবীতে একটা যত্নের সংস্কৃতি গড়ে তুলি।” 

আমাদের ধর্মপ্রদেশে কর্মরত সকল ফাদার ব্রাদার ও সিস্টারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা নিরলসভাবে ও আনন্দ মনে উৎসর্গকৃত জীবনের সেবাকাজ করে যাচ্ছেন। আমরা সকলে আজকে ঈশ^রের কাছে বিশেষ প্রার্থনা করি যেন আমরা সবাই বিশ^স্ত ও পবিত্রভাবে মণ্ডলীর সেবায় আত্মনিবেদন করতে পারি, বলেন বিশপ ।

এরপর সবাইকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সন্ধ্যায় পাপস্বীকার সংস্কার ও পবিত্র ঘণ্টার মধ্য দিয়ে প্রোগ্রাম সমাপ্ত হয়।- ফাদার সুরেশ পিউরীফিকেশন  

Add new comment

9 + 0 =