Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো যাজকীয় অভিষেক
গত ১৩ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে, ডিকন অনিল ইগ্নাসিউস মারান্ডী যাজক পদে অভিষিক্ত হয়েছেন। রাজশাহী সিটিতে অবস্থিত গুড শেফার্ড ক্যাথিড্রাল চার্চে ডাইয়োসিসের বিশপ জের্ভাস রোজারিও কর্তৃক তিনি অভিষিক্ত হোন।
আগেরদিন সন্ধ্যায় ১২ তারিখে খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে ডিকন মারান্ডীর জন্য নিবেদন করা পবিত্র ঘন্টা। পবিত্র ঘন্টার পর পরই পুরো ধর্মীয় ভাবধারায় মঙ্গল-আর্শীবাদ অনুষ্ঠিত হয়। মঙ্গল-আর্শীবাদ অনুষ্ঠানে প্রদীপ জ্বেলে, বাইবেল পাঠ ও প্রার্থনার মধ্যদিয়ে তার ভবিষ্যত মঙ্গল কামনা করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে, গত ১৩ তারিখ সকাল ১০টায় বিশপ জের্ভাস রোজারিও, ৪৪ জন যাজক ও ডিকন অনিল মারান্ডীকে নিয়ে শোভাযাত্রা করে গির্জায় প্রবেশ করেন। অভিষেক অনুষ্ঠানের শুরুতেই ডিকনের মা ও তার কাকা তাকে যাজকপদে অভিষিক্ত হওয়ার জন্য বিশপের হাতে অর্পণ করেন।
বিশপ অভিষিক্ত যাজককে উদ্দেশ্য ক’রে তাঁর উপদেশবাণীতে বলেন, “যাজকত্ব হলো ঈশ্বরের আহ্বান। একজন ব্যক্তি স্বেচ্ছায় এই আহ্বানে সাড়া দিয়ে মন্ডলির সেবায় এগিয়ে আসেন। সুতরাং সব ধরণের কাজের দায় দায়িত্ব তাকেই বহন করতে হয়। একজন যাজকের সদ্ইচ্ছার উপর নির্ভর করে- জনগণ কীভাবে তাকে সহায়তা দিবেন”।
তিনি আরো বলেন, “নব অভিষিক্ত যাজক অনিল ইগ্নাসিউস পুরোহিত হবেন, শুধুমাত্র সান্তাল, বাঙ্গালী বা মাহালি জাতির জন্য নয়। বরং সে যাজকবরণ সংস্কার গ্রহণের মধ্য দিয়ে হয়ে উঠবেন জাতি-গোষ্টি, ধর্ম-বর্ণ নিবিশেষে পৃথিবীর সকল মানুষের যাজক। অর্থাৎ যাজকীয় সেবাকাজ হলো সর্বজনীন”।
নবঅভিষিক্ত যাজক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমার যাজকীয় জীবন আহ্বানের জন্য সর্বপ্রথম ঈশ্বরকে এবং আমাকে আজকের এ বেদীমূলে উপনীত বিশপ মহোদয় থেকে শুরু করে সকল শিক্ষাগুরু ও শুভাকাঙ্খিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি।”
অনিল ইগ্নাসিউস মারান্ডী ২০.০৮.১৯৮৫ খ্রিস্টাব্দে, বর্তমান, জন মেরী ভিয়ান্নী চার্চ অর্ন্তগত, কার্তিকপুর গ্রামে, আদিবাসী সান্তাল পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা- মৃত: কার্লুস মারান্ডী এবং মা- সোনামণী হাঁসদা। চার ভাই-বোনের মধ্যে অনিল দ্বিতীয় সন্তান।
কার্তিকপুর গ্রামে রয়েছে মোট ২২টি আদিবাসী পরিবার। ফাদার মারান্ডী কার্তিকপুর গ্রামের ২য় যাজক। ১৪ তারিখ সকাল ১০টায় ফাদার নিজ বাড়ি প্রাঙ্গণে তার প্রথম ধন্যবাদের খ্রিস্টাযাগ অর্পণ করেন। এই খ্রিস্টযাগে ১৫জন যাজক ও প্রায় চারশত খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।
১৫ তারিখ রবিবার নব অভিষিক্ত যাজক জন মেরী ভিয়ান্নী ধর্মপল্লীর গির্জায় জনগণের উদ্দেশ্যে ধন্যবাদের খ্রিস্টযাগ অর্পণ করেন। তিনি তার বক্তৃতায়- প্রার্থনা ও নানাভাবে সহযোগীতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং সেই সঙ্গে- তিনি যেনো নিঃস্বর্থভাবে মন্ডলির কাজ করে যেতে পারেন, সেই জন্য তাদের প্রার্থনা ও সহযোগীতা কামনা করেন।
সবশেষে ধর্মপল্লীর পালক পুরোহিত প্যাট্রিক গমেজ যাজকীয় অভিষেকের শুরু থেকে শেষ পযর্ন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য, ঈশ্বর, বিশপ, ফাদার, সিস্টার ও জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমরা ফাদার অনিল ইগ্নাসিউস মারান্ডীর মঙ্গল জীবন কামনা করি।- ফাদার সুনীল রোজারিও
Add new comment